ইংল্যান্ডের মাটিতে ভারতের পারফরম্যান্সে খুশি সৌরভ, প্রশংসায় ভরালেন ঋষভ ও হার্দিককে

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

রবিবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে একদিনের সিরিজ জয়ের পরই এক নতুন রেকর্ড গড়েছে ভারতীয় দল। টেস্ট সিরিজ ড্র হলেও, একদিন এবং টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আর ইংল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে এমন পারফরম্যান্স দেখার পরই আপ্লুত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে গোটা সফরে ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স বোরিড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আরও বেশী খুশি করেছে। ইংল্যান্ড সফরের পর নিজেই টুইট করে সেই কথা জানিয়েছেন সৌরভ।

২০২১ সালের টেস্ট সিরিজ মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল। টেস্ট সিরিজের সেই ম্যাচ হয়েছিল এই বছর। এগিয়ে থেকেও অবশ্য সেই টেস্ট ম্যাচ জিততে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। যদিও টি টোয়েন্টিতে আর কোনও ভুল হয়নি ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলে টিম ইন্ডিয়া। সেই ধারাই অব্যহত ছিল ভারতের একদিনের সিরিজেও। বিশেষ করে শেষ ম্যাচে ম্যাঞ্চেস্টারে ভারতীয় দল যে পারফরম্যান্স দেখিয়েছে তাতেই মুগ্ধ হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি।

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেখানেই ব্যাটিং ব্যর্থতার জেরে এক সময় ইংল্যান্ডের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। সেই জায়গা থেকেই টিম ইন্ডিয়াকে ঘুরে দাঁড় করান ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। চাপের মুহূর্তে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে ফের একবার সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন ঋষভ পন্থ। সেইসঙ্গে হার্দিক পান্ডিয়ার অল রাউন্ড পারফরম্যান্স।

১৩ বলে ১২৫ রান করে ম্যাচের সেরা হয়েছেন ঋষভ পন্থ

এমন পারফরম্যান্স দেখার পরই টুইট করে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “ইংল্যান্ডের ভারতের সুপার পারফরম্যান্স। তাদের দেশে এটা একেবারেই সহজ কাজ নয়। ২-২ টেস্ট জয়। টি টোয়েন্টি জয় একদিনের সিরিজও জয়। রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীরা অসাধারণ কাজ করেছেন। ঋষভ পন্থ সত্যিই বিশেষ, সেইসঙ্গ হার্দিক পান্ডিয়াও”।

প্রথমে ব্যাটিং করে এদিন ইংল্যান্ড ভারতের সামনে ২৬০ রানের লক্ষ্য দিয়েছিল ব্রিটিশ বাহিনী। তাদের বিরুদ্ধে ভারতীয় দলের টপ অর্ডার এদিনও চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। ৭৪ রানের মধ্যে চার উইকেট খুইয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই সময়ই মাঠে ব্যাটিং করতে আসেন ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। আর সেই থেকেই শুরু হয় লড়াইটা।

ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে দাঁচে দাঁত চেপে লড়াইটা চালান ঋষভ পন্থ। একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরীটা এদিনই করেন তিনি। একইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গদ দেন হার্দিক পান্ডিয়াও। ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। আর ব্রিটিশদে বিরুদ্ধে এমন পারফরম্যান্স দেখে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।