প্রথমবার ডব্লুপিএলের নিলামে সৌরভ গঙ্গোপাধ্যায়, উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক

Sourav Ganguly
Sourav Ganguly. ( Photo Source: Twitter )

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর হাত ধরে দিল্লি ক্যাপিটালস ফের একবার প্লেঅফে পৌঁছতে পারে কিনা তা তো সময়ই বলবে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু অন্।য একটি ব্যপার নিয়েই বেশী উচ্ছ্বসিত। প্রথমবার ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামে দিল্লি ক্যাপিটালসের হয়ে যোগ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গতবার থেকেই শুরু হয়েছে ওমেন্স প্রিমিয়ার লিগ। সেই দলের কোটিং স্থাপ থেকে শুরু করে দল গঠনেও তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে কখনোও নিবামে অংশগ্রহন করেননি তিনি।

শনিবার দ্বিতীয় ওমেন্স প্রিমিয়ার লিগের মিনি নিলাম। সেখানেই এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে নিবামে অন্যতম মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমবার এই নিলামে যোগ দিয়েছেন তিনি। মিনি নিলাম হলেও সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু বেশ উচ্ছ্বসিত এই নিলাম নিয়ে। ক্রিকেটার থেকে ক্রিকেট প্রশাসক, সব জায়গাতেই বারবার চমক দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারও সেটা তিনি করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এই নিলামেও সৌরভ গঙ্গোপাধ্যায় কোনওরকম চমক দিতে পারে কিনা সেটাই দেখার।

এখানে দেখুনঃ WPL Auction Live Updates

নিলামের জন্য দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে ২.২৫ কোটি টাকা

মিনি নিলামে অবশ্য দলে নেওয়ার জন্য মাত্র তিনজনের জায়গাই ফাঁকা রয়েছে দিল্লি ক্যাপিটালসের। এই নিবাম শুরু হওয়ার আগে সবচেয়ে কম ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তারাই নিয়েছে। নিলাম থেকে মাত্র তিন জন ক্রিকেটারদের নেওয়ার মতোই জায়গা রয়েছে তাদের। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। একইসঙ্গে তাদের কাছে টাকার পরিমাণও খুব একটা বেশী নেই। দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে পড়ে রয়েছে এই মুহূর্তে ২.২৫ কোটি টাকা।

এই নিলামে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছেন, শেষ বছরে একেবারে শেষ মুহূর্তে আমি এসেছিলাম। যদিও আমি ওমেন্স দলের কোচিং থেকে কোচিং স্টাফ সবকিছুই সাজিয়ে দিয়েছিলাম। যদিও সেবার ডব্লুপিএলের নিবামে অংশগ্রণ করতে পারিনি। যদিও এবারের ওমেন্স প্রিমিয়ার লিগে আমাদের দলে নেওয়ার মতো জায়গা খুবই কম। এটাই আমার প্রথমবার।

প্রথমবারের ওমেন্স প্রিমিয়ার লিগেই ফাইনালে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস।  যদিও শেষরক্ষা করতে পারেনি তারা। প্রথমবারের রানার্স হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবারও কার্যত সেই দলই ধরে রাখতে চাইছে তারা। এই নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস নিজেদের আরও শক্তিশালী করতে পারে কিনা সেটাই দেখার।