বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা পাকা করে উচ্ছ্বসিত স্মৃতি মন্ধনা

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

শুক্রবারই এশিয়া কাপের মঞ্চে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। ম্যাচ শেষে নিজের হতকাশা চেপে রাখতে পারেননি খোদ অধিনায়ক হরমনপ্রীত কৌর। দলের মিডল অর্ডারকেই দুষেছিলেন তিনি। ২৪ ঘন্টার মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশকে তাদের ঘরের মাঠে ৫৯ রানে হারিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর তাতেই আপ্লুত স্মৃ-তি মন্ধনা।

টি টোয়েন্টি ফর্ম্যাটে শেষ ছয় বছরে প্রথমবার পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতীয় দলকে। চির প্রতিদিবন্দ্বীদের কাছে এই হার যে কিছুতেই ভারতীয় মহিলা ক্রিকেট দল মেনে নিতে পারছে না তা বেশ স্পষ্ট। ম্যাচ শেষে স্মৃতি মন্ধনার কথাতেও মিলেছে তারই ইঙ্গিত। পাকিস্তানের বিরুদ্ধে তিনি না পারলেও, বাংলাদেশের বিরুদ্ধে এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন স্মৃতি মন্ধনা। রান আউট না হলে গেলে, এদিন ফের একটা অর্ধশতরান পেয়ে যেতেন তিনি। বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারিয়ে উচ্ছ্বসিত হয়ে রয়েছেন এই তারকা ভারতীয় ক্রিকেটার।

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা পাকা করল ভারতীয় মহিলা দল

এদিন শেফালী বর্মার সঙ্গে ওপেনিং জুটিতে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন স্মৃতি মন্ধনা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের ওপেনিং জুটির পারফর্ম্যান্সটাই এদিন ভারতের জয়ার রাস্তাটা তৈরি করে দিয়েছিল। স্মৃতি মন্ধনা করেছিলেন অর্ধশতরান। একইসঙ্গে স্মৃতি মন্ধনাও করেছিলেন ৪৭ রান। আর তাতেই জয়ের রাস্তাা ভারকতীয় মহিলা দলের প্রশস্ত হয়েছিল। ম্যাচ শেষের পর উচ্ছ্বসিত ছিলেন স্মৃতি মন্ধনা।

ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “শেষম্যাচে যেভাবে আমরা খেলেছিলাম তাতে অত্যন্ত হতাশ হয়েছিলাম আমরা সকলে। তবে েই ম্যাচেই ঘুরে দাঁড়াতে পেরেছি আমরা। দলের মেয়েদের নিয়ে সত্যিই আমরা গর্বিত। আজকের দিনে গোটা দলই আমাদের ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছে। শুরুতে শেফালী যেমন ভাল খেলেছেন, তেমনই শেষের দিকে দুরন্ত পারফরম্যান্স করেছেন জেমিমা রডরিগেজ। ঐ পাঁচটি বলে দীপ্তি শর্মার  পারফরম্যান্সটাও কিন্তু অসাধারণ ছিল”।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করকে ১৫৯ রান করতে পেরেছিল ভারতীয় দল। বল হাতে এদিন শেফালী বর্মাও ছিলেন দুরন্ত মেজাজে। বাংলাদেশে সেরা দুই ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। একইসঙ্গে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন দীপ্তি শর্মাও। সব মিলিয়ে এদিন বাংলাদেশের বিরুদ্ধে এক অসাধারণ টিম গেমের পরিচয় দিয়েছে ভারতীয় দল।