বিরাটকে নিয়ে আশাবাদী ডিভিলিয়ার্স থেকে স্মিথ

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ছিলেন না কোহলি। সিরিজের প্রথম থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট। এই মরসুমের আইপিএলে আবার মাঠে ফিরতে চলেছেন কিং কোহলি। বিরাটের কাছ থেকে সেরা টি-টোয়েন্টি পারফরমেন্স দেখতে মুখিয়ে রয়েছে তার আইপিএলের এক সময়কার সতীর্থ এ বি ডেভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে ডিভিলিয়ার্স মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘কিং কোহলি সত্যিই অসাধারণ। ২০০ আইপিএল ম্যাচে তার সাত হাজারেরও বেশি রান রয়েছে। যা এক কথায় অবিশ্বাস্য! এই রান তো একজন ক্রিকেটার তার গোটা ক্রিকেট জীবনে করে থাকে।’ দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটসম্যান বিস্ময় প্রকাশ করে আরো বলেন, ‘ বিরাট দারুণভাবে ফিরে আসবে বলে আমি মনে করি। আমরা ওকে অনেক দিন মাঠে পাইনি। এই মুহূর্তেও সেরাটা দেখার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি।’

শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপক্ষের ঘরের মাঠে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিরাটের। আরসিবির প্রাক্তন ক্রিকেটার ডিভিলিয়ার্স এই প্রসঙ্গে মন্তব্য করেন, ‘বোলিং আক্রমণকে সব সময় নেতৃত্ব দেবে মহম্মদ সিরাজ। আরসিবির বোলিং আক্রমণের গভীরতা এ বছর যথেষ্ট বেশি। যে কারণে মনে হয় এই মরসুমে আরসিবি টুর্নামেন্টের একদম শেষ পর্যায় পর্যন্ত পৌঁছবে।’ আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে বিরাট কোহলিকে খেলতে দেখা যাবে কিনা তাই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। যদিও বহু ক্রিকেটারের সঙ্গে সহমত পোষণ করে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ মনে করছেন, নিশ্চিত ভাবেই বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন। সম্প্রচারকারী একটি চ্যানেলে স্মিথ স্পষ্ট করেছেন, ‘ বিরাট সব সময় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলে। সব উইকেটে তাকে দারুন স্ট্রাইক রেট রাখতে হয় না। বল পিছু রান তখন একটু কম করলেও চলে। আমরা বিরাটের থেকে অনেক অসাধারণ ইনিংস দেখেছি। সেটা ভারতের জার্সিতে হোক কিংবা আরসিবির জার্সিতে।’ তিনি এর পাশাপাশি আরো যোগ করেন, ‘ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এমনই সমস্ত বিধ্বংসী ইনিংস খেলেছে বিরাট। আমি উল্টো দিক থেকে সবটাই দেখেছি।’ বিরাট কোহলি কোন জায়গায় বাকিদের থেকে এগিয়ে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ আমরা সবাই জানি চাপের মধ্যে খেলতে ও ভালোবাসে। একটা দল যখন বিশ্বকাপ খেলতে যায়, তখন এই ধরনের ক্রিকেটারের উপর প্রত্যেকেই ভরসা রাখে। যারা বিভিন্ন পরিস্থিতিতে চাপের মধ্যেও দলকে টেনে তুলতে পারবে।’ স্বাভাবিকভাবেই সবাই মনে করছে, বিরাট এই বছর আইপিএলে যথেষ্টই ভালো পারফর্ম করবে।