“কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দেবে না” – বাংলাদেশ ১০৩ রানে অল আউট হতেই ক্ষোভ প্রকাশ করলেন শাকিব আল হাসান

প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৮ রানে পিছিয়ে

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

অ্যান্টিগা টেস্ট শুরু হওয়ার আগের দিন যখন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হচ্ছে তখন বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গিয়েছিল শাকিব আল হাসানকে। টেস্টে সাম্প্রতিক ব্যর্থতার পরেও তিনি জানিয়েছিলেন দলের ক্রিকেটাররা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে টেস্ট শুরু হওয়ার পরেই দেখা গেল ক্রিকেটারদের প্রস্তুতিতে গলদ ছিল এবং ফলত শাকিবের সেই ফুরফুরে মেজাজো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাটারদের ব্যর্থতায় চরম বিরক্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক। প্রথম দিনের শেষে তিনি স্বীকার করতে বাধ্য হলেন এমন ব্যর্থতার কোন জবাবই নেই তাঁর কাছে।

অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে দুই সেশনও পুরো ব্যাট করতে পারেনি বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে শাকিবের নেতৃত্বাধীন দল। টপ অর্ডার ও মিডল অর্ডারের চার ব্যাটারসহ দলের মোট ছয় জন ব্যাটার আউট হয়েছেন ডাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের টেস্টেও এই এক দশা হয়েছিল বাংলাদেশী ব্যাটিং লাইন-আপের।

ইনিংস সর্বোচ্চ ৫১ রান করে অধিনায়ক শাকিব খানিকটা হলেও মানরক্ষা করেছেন। এছাড়া দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন মাত্র দুজন। ওপেনিংয়ে নেমে তামিম ইকবালের সংগ্রহ ২৯ রান। সাম্প্রতিক টেস্টগুলিতে ফর্মে থাকা ব্যাটার লিটন দাস করেছেন ১২।

ব্যাটারদের কাজটা তাদেরই করতে হবে: শাকিব আল হাসান

হোল্ডারবিহীন ওয়েস্ট ইন্ডিজের বোলিং বিভাগের সামনে ব্যাটারদের কার্যত আত্মসমর্পণ করতে দেখে শাকিব স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন। তিনি বলেছেন, “এই পারফর্ম্যান্সকে কোনভাবে ব্যাখ্যা করার কোন সুযোগ দেখি না। আমার কাছে কোন ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারও কাছে আছে কি না। সাধারণত যেটা হয়, কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন কেউ পারফর্ম করলো না, তাকে বাদ দিয়ে দেওয়া যায়।”

“সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের। কেউ পারফর্ম করছে না, তো তাকে বাদ দিয়ে দিলাম। আসলে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দেবে না। আশা করি সেকেন্ড ইনিংসে এমনভাবে ঘুরে দাঁড়াবে যেন তারা এই ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে পারে। সেই চ্যালেঞ্জটা থাকবে,’ শাকিব যোগ করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ দিন তিন উইকেট করে পেয়েছেন জেইডেন সিলস এবং আলজারি জোসেফ। তবে শুরুতে দুই উইকেট নিয়ে ইনিংসের ভাঙন ধরানোর কাজটা করেছিলেন অভিজ্ঞ পেসার কেমার রোচ, যাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল একদিন আগেও। অলরাউন্ডার কাইল মেয়ার্সের সংগ্রহে দুই উইকেট। প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ দুই উইকেট হারিয়ে ৯৫ রান করেছে।