টি টোয়েন্টি ফর্ম্যাটে শুভমন গিলের পারফরম্যান্স নিয়ে চিন্তায় সুর আকাশ চোপড়ার গলায়

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

একদিনের ক্রিকেটে সফল হলেও টি টোয়েন্টি ফর্ম্যাটে এখনও পর্যন্ত সাফল্য অধরা সুভমন গিলের। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতেও বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন শুভমন গিল। রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কম রান তাড়া করতে নেমেও ৯ বলে ১১ রনি করতে পেরেছিলেন শুভমন গিল। আরক এটাই একটু চিন্তা বাড়াচ্ছে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। যদিও সুভমন গিলকে নিয়ে সমালসোচনরক করার রাস্তায় একেবারেই হাঁটতে চাননা তিনি। এই মুহূর্তে টি টোয়েন্টিতে যে সমস্যা তাঁর হচ্ছে, সেটা নিয়েই আলোচনা করলেন আকাশ চোপড়া।

যদিও দেশের হয়ে এখনও পর্যন্ত বেশী টি টোয়েন্টি ম্যাচ খেলেননি শুভমন গিল। কিন্তু এথনও পর্যন্ত অর্ধশতরান করতে পারেননি তিনি।  দেশের হয়ে এখনও পর্যন্ত তাঁর টি টোয়েন্টিতে ৪৬ রানই সর্বোচ্চ।  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি তিনি।একইসঙ্গে স্পিনারদের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স নিয়েই খানিকটা চিন্তার কথা শোনাযাচ্ছে আকাশ চোপড়ার মুখে।

দ্বিতীয় ম্যাচে ৯ বলে ১১ রান করতে পেরেছিলেন শুভমন গিল

প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের মিচেল স্যান্টনারের বলেই আউট হয়েছিলেন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচেও সেই মিচেল ব্রেসওয়েলের বোলিংয়ের শিকার হয়েছেন তিনি। মিচেল স্যান্টচনারের স্পিন বোলিংয়ের জবাবে ব্যাটিং করতে গিয়ে ব্যাকফুটে খেলতে যে তাঁর সমস্যা হচ্ছে সেই জায়গা নিয়েই বেশ চিন্তিত হয়ে পড়েছেন আকাশ চোপড়া। নিজস্ব ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গ নিয়েই আলোচনা করেছেন   প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।

নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন,  “যদিও তুমি বেশী কঠিন হতে পারবেন না এই পরিস্থিতিতে, তবে টি টোয়েন্টি ক্রিকেটে শুভমন গিলের রান কিন্তু খুব একটা ভাল নেই। সেই জায়গাটাই একটা সমস্যা। এদিন ঈশান কিষাণ অবশ্য ভাল পারফরম্যান্সই দেখাচ্ছেলিন কিন্তু রান আউট হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। রাহুল ত্রিপাঠিও এদিন তাঁর ব্যাট ঘুরিয়েছিলেন কিন্তু কত রানই বা তিনি করতে পেরেছেন। এই মুহূর্তে টি টোয়েন্টিতে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব, কিন্তু এদিনের পিচে তাঁকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে”।

প্রথমে ব্যাটিং করে নিউ জিল্যান্ড এদিন ৯৯ রানেই শেষ হয়ে গিয়েছিল। ভারতের সামনে সহজ লক্ষ্য থাকলেও,  জয় পেতে যে কতটা কষ্ট করতে হয়েছে তা ম্যাচ দেখেই বোঝা গিয়েছে। ১০০ রানের লক্ষ্য থাকলেও ম্যাচ গড়িয়েছিল শেষ ওভার পর্যন্ত। এক বল বাকি থাকতে ম্যাচ জিততে পেরেছিল টিম ইন্ডিয়া। সিরিজে সমতায় ফিরেছে ভারত।  শেষম্যাচে তারা জিততে পারে কিনা সেটাই এখন দেখার।