বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং স্ট্র্যাটেজি প্রস্তুত শুভমন গিলের
আপডেট করা - Aug 23, 2023 5:57 pm

এশিয়া কাপে শুরুর দিকে শুভমন গিলের নাম স্কোয়াডা না থাকা নিয়ে একটা জল্পনা শুরু হলেও, শেষপর্যন্ত তাঁকে রেখেই এশিয়া কাপের দল ঘোষণা করা হয়েছে। আগামী বিশ্বকাপেও যে ওপেনিংয়ে রোহিত শর্মার সহ্গে সুভমন গিলকেই দেখা যাবে তা নিয়ে কোনও সংশয় নেই। এশিয়া কাপের আগেই রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়েকোন স্ট্র্যাটেজিতে খেলতে চলেছেন শুভমন গিল, সেই কথাই এবার সকলের প্রকাশ্যে এনেছেন তিনি। বিশ্বকাপ শুরু হতে এই মুহূর্তে বাকি রয়েছে ৪৪ দিন। কিন্তু শুভমন গিলের ছক কথা হয়ে গিয়েছে।
এই বছর দেশের দার্তি থেকে টি টোয়েন্টির মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। কার্যত তাঁর সেই পারফর্ম্যান্সই যে শুভমন গিলকে ভারতীয় দলে জায়গা পাকা করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এই বছরেই ঘরের মাঠে শ্রীলহ্কা থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একের পর এক দুরন্ত পারফরম্যান্স দেখি্য়েছিলেন সুভমন গিল। সেইসঙ্গে আইপিএলের মঞ্চেও এই তারকা ক্রিকেটার ছিলেন বিধ্বংসী মেজেজে। এবার সামনে রয়েছে বিশ্বকাপ। সেখানেও কার্যত খেলার জন্য নিজের স্ট্র্যাটেজি ঠিক করে নিয়েছেন শুভমন গিল। রোহিত শর্মার সঙ্গে কেমনভাবে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যাবেন সেই ছক কষা এখনই সেরে ফেলেছেন শুভমন গিল।
এই বছরেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে দ্বিশতরান করেছিলেন শুভমন গিল
রোহিত শর্মা বরাবরই পাওয়ার প্লে-কে এরিয়াল শট খেলতে ভালবাসেন। যদিও শুভমন গিল রাস্তায় হাঁটতে নারাজ। বরং সেই পরিস্থিতিতে গ্যাপ বুঝে একের পর এক বাউন্ডারিই বের নেওয়া তাঁর স্ট্র্যাটেজির অন্যতম প্রধান লক্ষ্য। কার্যত রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে খেলার সময় তিনি যে এই ছকেই খেলেন তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত শুভমন গিল কতটা সফল হয় তা তো সময়ই বলবে। বিশ্বকাপের আগে এশিয়া কাপের ম়ঞ্চেই নিজডের পারফরম্যান্স ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এই তরুণ ক্রিকেটারের সামনে।
আইসিসির সাইটে শুভমন গিল জানিয়েছেন, “আমার মনে হয় রোহিত শর্মাযে জায়গাগুলো টার্গেট করে তা আমার থেকে খানিকটা আলাদা। রোহিত শর্মা পাওয়ার প্লে-তে এরিয়াল শট খেলতকেই বেশী ভালবাসেন। সেখানেই আমি সেই পরিস্থি্তিতে গ্যাপ শটে বাউন্ডারির খোঁজে থাকব। তিনি এমন একজন ক্রিকেটার, যিনি ওভার বাউন্ডারি খেলতে বেশী ভালবাসেন। সেই জন্যই আমি মনে করি আমাদের জুটি খুব ভাল কাজ করবে এবার”।
এবারের আইপি্এলে সর্বোচ্চ রান করেছিলেন শুভমন গিল। সেইসঙ্গে তাঁর ব্যাট থেকে ছিল তিনটি সেঞ্চুরীর ঝলক। এবারের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে অবশ্য সেঞ্চুরী ইনি্ংস পাননি শুভমন গিল। কিন্তু অর্ধশতরান করেছিলেন তিনি। শেষপর্যন্ত বিশ্বকাপে তিনি কী করেন সেটাই দেখার।