জিম্বাবোয়ের ব্র্যাড ইভান্সকে নিজের জার্সি উপহার শুভমন গিলের

Shubman Gill
Shubman Gill. (Photo Source: Twitter)

জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। আবার জিম্বাবোয়ের হয়েও সকলের নজর কেড়েছেন ব্র্যাড ইভান্স। শেষ ম্যাচে একাই যেমন ভারতীয় দলের পাঁচ উইকেট নিয়েছেন তেমনই সিকান্দার রাজার সহ্গে অসাধারণ এক পার্চনারশিপও গড়ে তুলেছিলেন। যদিও শেষপর্যন্ত জিতে পারেনি জিম্বাবোয়ে। কিন্তু তিনি নজর কেড়েছিলেন সকলের। আর এই ব্র্যাড ইভান্সই আবার শুভমন গিলের ভক্ত। সিরিজ চলাকালীনই শুভমন গিলের থেকে জার্সি উপহার পেয়েছেন তিনি। সিরিজ শেষে সেই কথাই সকলকে জানালেন তিনি।

জিম্বাবোয়ের বিরুদ্ধে এই একদিনের সিরিজে দুরধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। এই সিরিজেই দীর্ঘদিনমের অপেক্ষার অবসান হয়েছে শুভমন গিলের। কেরিয়ারের প্রথম সেঞ্চিুরী পেয়েছেন তিনি। স্ভাবতই আপ্লুত সুভমন গিল। তাঁরে পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছে জিম্বাবোয়ে শিবিরের অল রাউন্ডার ব্র্যাড ইভান্সও। সেই তরুণ অল রাউন্ডারকেই নিজের জার্সি উপহার দিয়ে স্পোর্টম্যান স্পিরিটের নতুন এক পরিচয় দিলেন শুভমন গিল।

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছেন শুভমন গিল

সিরিজ শুরুর আগেই শুভমন গিলের কাছে এই আবদার জানিয়েছিলেন ব্র্যাড ইভান্স। ভারতের এইঅ তরুণ ক্রিকেটারের সঙ্গে মাঠে নিজের জার্সি বদল করতে চেয়েছিলেন তিনি। আর সেই আসা পূরণও করেছিলেন শুভমন গিল। ব্র্যাড ইভান্সের সঙ্গে জার্সি বদলই সুধু নয়, তাঁকে নিজের জার্সিটাও উপহার দিয়েছেন শুভমন। আর তাতেই আপ্লুত জিম্বাবোয়ের এই অল রাউন্ডার। এই দেশেই তো আন্তর্ডাতিক মঞ্চে প্রথমবার সেঞ্চুরী পেয়েছেন সুভমন গিল। তাই জিম্বাবোয়ে সিরিজের স্মৃতি সবসময়ই টাটকা রয়েছে তাঁর স্মৃতিতে।

এই প্রসঙ্গে ইভান্স জানিয়েছেন, “ম্যাচ শেষে আমি তাঁর পিছন পিছন হাঁটছিলাম। সেই সময়ই তাঁকে আমার জার্সিটা দেই। শুভমন গিলও সঙ্গে সঙ্গে নিজের জার্সিটা খুলে আমায় দিয়ে দেন। এটা খুবই দ্রুত ঘটেছিল। আসনে সকালবেলাতেই আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম যে তাঁর সঙ্গে যদি জার্সি বদল করা যায়। আর তিনি সেই প্রস্তাবে রাজিও হয়েছিলেন। তিনি সত্যিই একজন অসাধারণ ব্যক্তিত্ব”।

জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। ৯৭ বলে ১৩০ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। শুধু তাই নয় তাঁর সেঞ্চুরী ইনিংসই  ভারতীয় দলের জয়ের ভিতটা গড়ে দিয়েছিল। একইসঙ্গে জিম্বাবোয়ের মাটিতে সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

অন্যদিকে এই ম্যাচেই আবার শুভমন গিলের উইকেট নিয়েছিলেন ব্র্যাড ইভান্স। কেরিয়ারের প্রথম পাঁচ ুইকেট এদিনই পেয়েছিলেন চিনি। ৫৪ রানে ৫ উইকেট তুলেনিয়েছিলেন ইভান্স। সেই দুই ক্রিকেটারের বন্ধুত্বের কথাই এবার উঠে এল ইভান্সের মুখে।