সেঞ্চুরী ইনিংস খেললেও ম্যাচ শেষে আফসোসের সুর শুভমন গিলের গলায়

Shubman Gill
Shubman Gill. (Photo Source: Twitter)

শ্রীলঙ্কারক বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ব্।বধানে জেতার রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে বরের প্রথম একদিনের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় দল। সেই ম্যাচে বিরাট কোহলির ব্যাট খথেকে যেমন দেখা গিয়েছে বিরাট রানের ঝলক। আর তাতেই আপ্লুত হয়েছে সকলে। সেই ম্যাচেই কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরী পেয়েছেন  শুভমন গিলও। সেই সেঞ্চুরীর অনন্দ তো অবশ্যই রয়েছে। সেইসঙ্গে খানিকটা আসোসও রয়েছে শুভমন গিলের। ম্যাচ শেষে সেই কথাই শোনা গিয়েছে তাঁর মুখে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই দুকন্ত ছন্দে েেরয়েছেন শুভমন গিল। প্রথম ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও দ্বিতীয় ম্যাচে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হয়েছিলেন। যদিও তৃতীয় ম্যাচে ঈর কোনও ভুল করেননি শুভমন গিল। সেই ম্যাচে  ১১৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন শুভমন গিল। কিন্তু সেঞ্চুরী করার পর বেশীক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। ১১৬ রানেই থেমে গিয়েছিল শুভমন গিলের ইনিংস। আর তাতেই খানিকটা হতাশ রয়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ বলে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল

শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরী করার পরই বড় রানের ইনিংস খেলার ব্যপারে আশাবাদী ছিলেন শুভমন গিল। সেই লক্ষ্য খেলাও শুরু করেছিলেন তিনি। কিন্তু কাসুন রাজিথার বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। ম্যাচ শেষে সেই আফসোসটাই বারবার শোনাযাচ্ছে শুভমন গিলের মুখে। সেঞ্চুরী ইনিংসটাকে আরও বড় ইনিংসে পরিবর্ত করতে না পারাটাউই এই মুহূর্তে শুভমন গিলের কাছে অন্যতম একটা আফসোসের জায়গা।

এই প্রসঙ্গে শুভমন গিল জানিয়েছেন, “প্রথম ম্যাচে যখনম সেই পরিস্থিতিতে আউট হয়ে সাজঘরে ফিরেছিলাম, সেই সময় অত্যন্ত হতাশ হয়েছিলাম আমি। সেই ম্যাচে আরও বড় রানেরপ ইনিংস খেলার আশায় ছিলাম আমি। কিন্তু শেষপর্যন্ত তা করতে পারিনি। কলকাতাতেও সেই পরিমান রান করতে ব্যর্থই হয়েছিলাম। সেই ম্যাচেও আউট হওয়ার পর অত্যন্ত হতাশ হয়ে েপড়েছিলাম আমি। সেজন্যই এদিন আরও বড় রানের পথে এগোতে চেয়েছিলাম। এই ম্যাচেও আমার মনে হয় আমি বেশকিছু রান মাঠেই ফেলে গিয়েছি। আরও বড় রানের পথে এগোতে পারতাম”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট রানের ইনিংস গড়ার লক্ষ্যে এদিন ভারতীয় দলের ভিতটা গড়ে দিয়ে গিয়েছিলেন শুভমন গিলই।  বিরাট কোহলির সঙ্গে সেঞ্চুরী রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। যদিও শেষপর্যন্ত ১১৬ রানেই থেমেছিলেন শুভমন গিল। শুভমন গিলের গোটা ইনিংসটি সাজানো রয়েছে ১৪টি বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারি দিয়ে।