জিম্বাবোয়ের বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন শুভমন গিল

Shubman Gill
Shubman Gill. ( Photo Source: Twitter)

জিম্বাবোয়ের বিরদ্ধেই দীর্ঘদিন ধরে দেখা  স্বপ্নটা সফল হয়েছে শুভমন গিলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কয়েক রানের জন্য হাতছাড়া হওয়া শতরানের আক্ষেপটা  জিম্বাবোয়ের বিরুদ্ধেই মিটল ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার শুভমন গিলের। আন্তর্জাতিক মঞ্চে কেরিয়ারের শতরানটা পেলেন শুভমন গিল। আর সেইসঙ্গেই গড়লেন এক নতুন রেকর্ড। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে জিম্বাবোয়ের মাটিতে ভারতীয় ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র কয়েক রানের জন্য সেঞ্চুরীটা হাতছাড়া হয়েছিল শুভমন গিলের। ম্যাচ শেষে সেই আক্ষেপের কথা ঝড়ে পড়েছিল খোদ শুভমন গিলের গলা থেকেই।  তবে ভেঙে পড়েননি এই তরুণ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সের ধারাই এই সিরিজেও ধরে রাখার ব্যপারে আশাবাদী ছিলেন তিনি।  সেটা করতেও পেরেছেন শুভমন গিল। সেইসঙ্গে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য তিনি যে একজন যোগ্য প্রার্থী সেই কথাও সকলকে বুঝিয়ে দিয়েছেন শুভমন গিল।

তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পাওয়ার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে শুভেচ্ছা বার্তার ঢল।  একইসঙ্গে এই জিম্বাবোয়ের মাটিতেই ভারতীয় ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে দিলেন শুভমন গিল। একদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন সচিন তেন্ডুলকর। সেই রেকর্ডটাই ভেঙে দিয়েছেন তিনি। ১২৭ রান করে এতদিন এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের ঝুলিতে। এবার সেই রেকর্ডটাই করলেন শুভমন গিল।

জিম্বাবোয়ে-তে ভারতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ রান

শুভমন গিল – ১৩০ (২০২২, হারারে)

সচিন তেন্ডুলকর – ১২৭ (১৯৯৮, বুলাওয়ে)

অম্বাতি রায়াডু – ১২৪ ( ২০১৫, হারারে)

যুবরাজ সিং – ১২০ ( ২০০২, হারারে)

শিখর ধওয়ান – ১১৬ (২০১৩, হারারে)

বিরাট কোহলি – ১১৫ ( ২০১৩, হারারে)

প্রথম ম্যাচেই জিম্ববোয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন শুভমন গিল। যদিও সেই ম্যাচে প্রতিপক্ষের রান বেশী না থাকায় সেঞ্চুরী করার সুযোগ তিনি পাননি। দ্বিতীয় ম্যাচে ৩৩ রানেই আউট হয়ে গিয়েছিলেন সুভমন গিল। শেষ ম্যাচে আর সুযোগ হাতছাড়া করেননি তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮২ বলে সেঞ্চুরী করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান তিনি।

সেই সঙ্গে এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩০ রানের দুর্ধর্ষ ইনিংসও খেলেন এই তরুণ তারকা ক্রিকেটার। ৯৭ বলে ১৩০ রানের ইনিংস খেলার সঙ্গেই মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে দিলেন ভারতের এই তরুণ ক্রিকেটার। তাঁর ৯৭ বলে ১৩০ রানের ইনিংস জুড়ে রয়েছে ১৫টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি।