কলকাতা নাইট রাইডার্সের বিদায়ের পর সোশ্যাল সাইটে আবেগতাড়িত বার্তা শ্রেয়স আইয়ারের

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: Twitter)

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্ধর্ষ লড়াই। কিন্তু শেষরক্ষা হয়নি। লখনউয়ের বিরাট রানের বিরুদ্ধে মাত্র ২ রানেই শেষম্যাচ হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেইসঙ্গেই এবারের মতো নাইট রাইডার্সের আইপিএলের প্লে অফের আশাও শেষ শ্রেয়স আইয়ারদের।। মরসুমটা একেবারেই ভাল যায়নি। হতাশা তো রয়েছেই। তবে এখান থেকেই শিক্ষা নিয়ে আগামী মরসুমে ফিরে আসার প্রতিজ্ঞাটা বোধহয় করে ফেলেছে নাইট রাইডার্স। শেষম্যাচ পর্যন্ত সমর্থকদের পাশে পেয়েছে কলতাতা শিবির। বিদায় জানানোর আগে আবেগতাড়িত নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার।

এবারের আইপিএলে বিশাল অঙ্কের বিনিময়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক হিসাবে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রায় ১২ কোটি টাকায় এবার নেওয়া হয়েছে তাঁকে। ইয়ন মর্গ্যানের পরিবর্তে নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব উঠেছিল শ্রেয়স আইয়ারের কাঁধে। যদিও শেষরক্ষা হয়নি। গতবারের ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সও এবার ছিটকে গিয়েছে আইপিএল থেকে।  শেষম্যাচে লড়াই করে হেরে যাওয়ার পরই পরিষ্কার হয়ে গিয়েছে চিত্রটা।

১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়েই এবার থামতে হল কলকাতা নাইট রাইডার্সকে

হতাশার ছাপ নাইট রাইডার্সের প্রতিটা ক্রিকেটারের হাবেভাবেই স্পষ্ট। হতাশ হয়েছে নাইট রাইডার্সের বহু সমর্থকও। এবারের আইপিএলের প্লে অফে পৌঁছতে পারলে ঘরের মাঠে খেলার সুযোগ পেত নাইট ক্রিকেটাররা। কিন্তু শেষর্যন্ত তা হয়নি। লখনউয়ের কাছে হারের পরই এবারের মতো আইপিএলের সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের।

গত বুধবারই এবারের আইপিএলের শেষ ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাদের। এখন বিদায় নেওয়ার সময়। সেই সময়ই সোশ্।াল সাইটে সকলের উদ্দেশ্যে এক আবেগতাড়িত বার্তা দিলেন শ্রেয়স আইয়ার। তিনি লিখেছেন, “আমাদের যা সামর্থ ছিল তার সমস্তটাই আমরা দিয়েছে। মাঠে কোনওকিছুই ছাড়িনি। মাঠে যেমন মানসিকতার পরিচয় আমরা দিয়েছি তা নিয়ে আমি যথেষ্ট গর্বিত। সকল সমর্থকরা সবসময় আমাদের পাশে থাকার জন্য আমরা কৃতজ্ঞ”।

বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের প্লে অফের রাস্তা খলা রাখতে হলে জিততেই হত তাদের। সেই লক্ষে লখনউ নাইটদের বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। শেষপর্যন্ত কলকাতার নাইটরাও লড়াই করেছিল। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। রিঙ্কু সিং শেষ ওভার পর্যন্ত লড়াইটা করলেও, ট্র্যাজিক হিরো হয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকেও। আইপিএলের মঞ্চে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়েই এবার থামতে হয়েছে কলকাতার নাইট বাহিনীকে।