চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফিরলেন শ্রেয়স আইয়ার
আপডেট করা - Sep 22, 2023 2:18 pm
চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারতীয় দলের প্রথম একাদশে ফিরে এলেন তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের আগে তাঁর দলে ফেরাটা যে ভারতীয় শিবিরে বেশ খানিকটা স্বস্তি বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এসিয়া কাপের মাঝেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই থেকেই তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান গুঞ্জন। শেষপর্যন্ত খানিকটা হলেও স্বস্তি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারতীয় দলের প্রতমন একাদশে ফিরলেন শ্রেয়স আইয়ার।
চোট সারিয়ে এবারের এশিয়া কাপ দিয়েই প্রত্যাবর্তন করেছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের। সেখানে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও সেই ম্যাচে বড় রানের পারফরম্যান্স দেখাতে শ্রেয়স আইয়ার। নেপালের বিরুদ্ধে খেললেও, সুপার ফোরের আগেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই থেকেই ভারতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে। সেই সময় থেকেই তাঁকে ঘিরে বাড়তে শুরু করেছিল চিন্তা।
এশিয়া কাপের মঞ্চেই কোমড়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার
শেষপর্যন্ত ভারতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রথম একাদশে ফিরলেন শ্রেয়স আইয়ার। ভারতের প্রথম এরককাদশ দেখার পর থেকেই যে ভারতীয় ক্রিকেট মহলে স্বস্তির আবহ তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপ চলার মাঝেই ফের একবার চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। কোমড়ে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। সুপার ফোরের প্রথম দুই ম্যাচেই খেলতে পারেননি তিনি। বাংলাদেশের বিরুদ্ধেই নেটে প্রস্তুতিতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। সেই ম্যাচের আগে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেই থেকেই তাঁর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নামা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। যদিও শেষপর্যন্ত তা হয়নি। প্রথম দুই ম্যাচ বাদ দিলে কোমড়ের চোটের কারণের জন্য ভারতীয় দলের হয়ে কোনও ম্যাচেই নামতে পারেননি এই তারকা ক্রিকেটার।
অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারতীয় দলের প্রথম একাদশে প্রত্যাবর্তন হয়েছে শ্রেয়স আইয়ারের। এই ্মযাচে কোন পজিশনে তাঁকে খেলানো হয় সেটাই দেখার অপেক্ষায় বসে রয়েছেন সকলে। ভারতীয় দলের হয়ে বরাবরই সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আসন্ন বিশ্বকাপেও তাঁকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই।
কিন্তু এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। সেই শ্রেয়স আইয়ার এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেটাই দেখার।