শিখর ধওয়ানকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ দেওয়া উচিত্ ছিল, মত সুনীল জোশীর
আপডেট করা - Jul 31, 2023 7:27 pm

সম্প্রতি ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না শিখর ধওয়ান। তিনি যে আসন্ন বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলেক পরিকল্পনাতে নেই, তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলছে টি ইন্ডিয়া। সেই দলেই শিখর ধওয়ানকে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন নির্বাচক সুনীল জোশী। তাঁর মতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ওডিআই সিরিজে শিখর ধওয়ানকে সুোগ দেওয়াই যেত। ভারতীয় দলের হয়ে তাঁর যে পারফরম্যান্স রয়েছে তা একেবারেই অগ্রাহ্য করার মতো নয় বলেই মনে করছেন সুনীল জোশী।
২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে ছিলেন শিখর ধওয়ান। কিন্তু সময় যত এগিয়েছিল ততই ভারতীয় দল তেকে দূরে সরতে শুরু করেছিলেন শিখর ধওয়ান। বারতীয়দলের হয়ে শেষবার জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনেকর সিরিজে কেলেছি্লেন শিখর ধওয়ান। এরপর থছেকে আর বারতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। কয়েকদিন আগেই ঘোষমা হয়েছিল ভারতীয়দলের এশিয়ান গেমসের দল। সেখানেও শেষপর্যন্ত শিখর ধওয়ানকে সুযোগ দেওয়া হয়নি। তা নিয়েও বেশ সমালোচনা শুরু হয়েছিল।
জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন শিখর ধওয়ান
ভারতীয় দলের জার্সিতে বহু ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন শিখর ধওয়ান। এছাড়া বহু রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। জিম্বাবোয়ে সফরেও ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন শিখর ধওয়ান। সেই কথা মাথায় রেখে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও তাঁকে রাখা উচিত্ ছিল বলে মনে করছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন নির্বাচক সুনীল জোশী। সামনেই রয়েছে অবশ্য বিশ্বকাপের আসর। সেখানে যে ভারতীয় দলের পরিকল্পনায় সিখর ধওয়ান নেই তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে সুনীল জোশী জানিয়েছেন, “সাদা বলের ক্রিকেটে শিখর ধওয়ানের পারফরম্যান্স যথেষ্ট উল্লেখযোগ্য। বিশেষ করে ভারতের মাটিতে তিনি ওডিআাই ফর্ম্যাটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সম্পদ তিনি। আইসিসির প্রতিযোগিতায় তাঁর পারফরম্যান্স এবং অভিজ্ঞতা একেবারি অগ্রাহ্য করা সম্ভব নয়।যে সময় ভারতীয় দলের নির্বাচক কমিটিতে আমি ছিলাম, সেই সময় তাঁর পাশে সবসময় থককার চেষ্টা করতাম এবং তাঁকে সাদা বলের ফর্ম্যাটে ব্যাকআপ ওপেনার হিসাবে রেখেছিলাম আমরা। সেই কারণেই তাঁকে ২০২১ সালে শ্রীলঙ্কায় ভারতীয় দলের নেতৃত্বে রেখেছিলাম”।
এবারের আইপিএলেও পঞ্জাব কিংস শিবিরে ছিলেন তিনি। সেখানে ব্যাট হাতে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছিলেন শিখর ধওয়ান। যদিও শেষপর্যন্ত তাঁকে ভারতীয় দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।