ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু শার্দূল ঠাকুর, উমেশ যাদবদের

Shardul Thakur & Umesh Yadav
Shardul Thakur & Umesh Yadav. ( Image Source: BCCI )

আগামী ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই শুরু হতে চলেছে। সেখানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই মঞ্চে নামার আগেই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাহুল দ্রাবিড়ের সঙ্গে আগেই পৌঁছে গিয়েছিলেন শার্দূল ঠাকুর, উমেশ যাদব এবং  অক্ষর পটেলরা। অস্ট্রেলিয়ার বিরুদ্দে ফািনালের ম়্চে নামার আগে কতোনওরকং খামতি রাখতে চাইছেন না রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবার থছেকেউ রাহুল দ্রবিড়েরপ নেতৃত্বে ইংল্যান্ডে প্রস্তুতিতে নেমে পড়লেন শার্দূল  ঠাকুর, উমেশ যাদবরা। সবকিছু ঠিকঠাক চললে শুক্রবারই ইংল্যান্ডে পৌঁছে যেতে চলেছেন বিরাট কোহলিরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই ভারতীয় দলের নতুন কিট স্পনসর হিসাবে বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাডিডাস।  সেই নতুন কিট দেখার অপেক্ষাতেও ছিলেন সকলে। বৃহস্পতিবার থেকে শার্দূল ঠাকুররা মাঠে নেমে পড়লেন নতুন জার্সি পরে। গতবার ফাইনালে পৌঁছলেও শেষপর্যন্ত নিউ জিল্যান্ডের কাছে সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল।  এবার ফের একবার বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া।

৭ জুন ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত

এই মুহূ্র্তে আইপিএল চ়লছে। ভারতীয় টেস্ট দলের বেশীরভাগ ক্রিকেটাররা প্লেঅফের মঞ্চেই রয়েছে। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। সেখানেই চেন্নাই শিবিরে রয়েছেন অজিঙ্ক রাহানে। প্রায় দেড় বছর পর ফের ভারতীয় টেস্ট দলে ফিরেছেন তিনি। সেইসঙ্গে প্লেঅপের মঞ্চে রয়েছেন রোহিত শর্মাও। শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্লেঅফের মঞ্চে নামতে চলেছে তারা। সেখানেই সেষপর্যন্ত কী হয় তা অবশ্য ম্যাচের শেষেই বোঝা যাবে। অন্যদিকে রাহুল দ্রাবিড় কিন্তু এখন থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছেন।

গত ২৩ মে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন রাহিল দ্রাবিড় সহ শার্দূল ঠাকুর, উমেস যাদব এবং অক্ষর রপটেলরা। ইংল্যান্ডেই রয়েঠেন চেতেশ্বর পূজারা। এবার ভারতীয় দলের ক্রিকেটারদের মাঠে নামা অপেক্ষা শুধু। আইপিএল তেকে চিটকে গিয়েছেন বিরাট কোহলি ও মহম্নদ সিরাজও। ইতিমধ্যেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বিরাট কোহল ও  মহম্মদ সিরাজও। আগ্মী ৩০ মে বাকি ক্রিকেটাররা রওনা দেবেন । আইপিএলের জন্য তিন ভাগেই এবার ভারতীয় দলের ক্রিকেটাররা ইংল্যান্ডে পৌঁছতে চলেছে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার গাভাসকর ট্রফি জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। গতবার চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারে কিনা সেটাই দেখার।