কোচবিহার ট্রফিতে ব্যাট হাতে কর্নাটককে জেতালেন শমিত দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

কোচবিহার ট্রফিতে ব্যাট হাতে কর্নাটককে জেতালেন শমিত দ্রাবিড়, যার অন্যতম পরিচয় ভারতীয় দলের প্রাক্তন তারকা ও বর্তমান কোচের পুত্র। অনেকে ইতিমধ্যেই মনে করছেন শমিতের খেলার ধরন অবিকল তার পিতার মত। তার এক একটি গালিচার চেড়া কভার ড্রাইভ ইতিমধ্যেই বিস্ময় জাগাচ্ছিলো দর্শকদের মনে। ভারতীয় দলের দ্রোণাচার্যের ভূমিকায় অবতীর্ণ হেডস্যারের জ্যেষ্ঠ পুত্র ইতিমধ্যেই কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলে খেলে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। এই স্বল্প সময়ই ভারতীয় ক্রিকেটের নিজের একটি পরিচিতি তৈরি করেছেন জুনিয়র দ্রাবিড়। তার ব্যাটেই ভরসা রেখে কোচবিহার ট্রফিতে জম্মু ও কাশ্মীর দলকে হারাতে সক্ষম হয়েছে কর্নাটক। জম্মু ঘরের মাঠে প্রথম ইনিংসে ১৭০ রান করেছিল। পরবর্তীতে কর্নাটকের হয়ে ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে নামেন সমিত। তার সাবলীল ব্যাটিং ইতিমধ্যেই অনেক দর্শকের নজর কেড়েছে। চতুর্থ উইকেটে তার সতীর্থ কার্তিকেয় কেপির সঙ্গে ২৩৩রানের পার্টনারশিপ গড়ে তোলেন সমিত। পরবর্তীতে এই জুটির অনবদ্য লড়াইই দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। এই গোটা ম্যাচে একক প্রতিভায় ১৫৯বলে ৯৮রানের ইনিংস খেলেন সমিত। ইনিংসে ১৩টি চারসহ একটি ছক্কাও হাঁকাতে দেখা যায় তাঁকে। যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ তাকে যথেষ্ট সাবলীল ভঙ্গিমায় ব্যাটিং করতে দেখা যায়।

তার সামনের ও পিছনের পায়ের সাবলীল ফুটওয়ার্ক অনেককে পিতা রাহুল সরদ দ্রাবিড়ের কথা স্মরণ করাতে বাধ্য করেছে।

পেশারদের পাশাপাশি স্পিনারদেরও যথেষ্ট অবলীলায় খেলতে দেখা গেছে এই কনিষ্ঠ প্লেয়ারটিকে। অনেক বিশেষজ্ঞ দ্রাবিড়ের তুলনা টেনে বলেন যেভাবে দ্রাবিড় মিডিল অডারের দায়িত্ব নিয়ে ব্যাট করতেন, সমিতও সেই ভূমিকায় যথেষ্ট স্বছন্দ। যদিও নিজের শতরাং সম্পূর্ণ করতে পারেননি তিনি। দু-রান বাকি থাকতেই তাঁর উইকেট পড়ে যায়। কর্ণাটকের হয়ে প্রথম ইনিংসে ৮৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন সমিত। দুই ইনিংস মিলিয়ে শমিত কর্নাটকের সর্বোচ্চ স্কোরার হিসেবে গণ্য হন। 

প্রথম ইনিংস শেষে ৫উইকেটে ৪০০রানের ডিক্লেয়ার দেয় কর্ণাটক। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অলআউট হয়ে যেতে দেখা যায় জম্মু-কাশ্মীরকে। হলে গোটা ইনিংসটি ১৩০ রানে জিতে নেয় কর্ণাটক দল।

সবমিলিয়ে বলা যেতে পারে রাহুল দ্রাবিড়ের সময় বছর শেষে খানিক ভালোই যাচ্ছে। ইতিমধ্যেই জাতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পরবর্তীতে বোর্ড চুক্তি নবনীকরণের দিকে জোর দিয়েছে। শোনা যাচ্ছে আগামী সাউথ আফ্রিকা সিরিজেই আবার দলের সাথে তিনি যোগ দিতে ইচ্ছুক হয়েছেন।