বিপিএলের সিইও-র সঙ্গে বাকযুদ্ধে সাকিব আল হাসান

Shakib al Hasan
Shakib al Hasan. (Photo Source: Twitter)

সদ্য শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে বিতর্কও। এবার অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন খোদ সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিইও-র সঙ্গে বাকযুদ্ধে সাকিব আল হাসান। কয়েকদিন আগেই বিপিএলের সিইও-র উদ্দেশ্যে তোপ েদেগেছিলেন তিনি। বিপিএলের পরিকাঠামো বদল নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সেখানেই তাঁকে সিইও হওয়ার আমন্ত্রন জানিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান সিইও। এবার তারই জবাব দিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিইও হওয়ার কোনও ইচ্ছা নেই তাঁর। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়াই তাঁর কাছে অনেক বেশী পছন্দের একটা কাজ। কয়েকদিন আগেই একটি সিনেমার উদাহরণ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে  বিরাট পরিবর্তন আনার একটা মন্তব্য  করেছিলেন সাকিব আল হাসান। আর তা ঘিরেই এখন জমজমাট বিতর্ক। মন্তব্য পাল্টা মন্তব্যের জেরে কার্যত এখন উত্তপ্ত বাংলাদেশ ক্রিকেট মহল। সিইও-কেই এবার জবাব দিলেন সাকিব আল হাসান।

প্রথম ম্যাচে ৬৭ রানের ইনিংস থেলেছিলেন সাকিব আল হাসান

কয়েকদিন আগেই সাকিব আল হাসান জানিয়েছিলেন যে তিনি নাকি বিপিএলের স্ট্যান্ডার্ডের সমস্তরকম পরিবর্তন করতে সক্ষম রয়েছেন। সেইসঙ্গেই এক সিনেমার উদাহরণ দিয়েই সেই কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। তারই জবাব দিয়েছিলেন  বর্তমানের বিপিএল গভর্নিং কাউন্সিলের সিইও শেখ সোহেল। সাকিব আল হাসানকে সেই দায়িত্ব নেওয়ার আহ্বনাও জানিেয়েছিলেন তিনি।

এই প্রসঙ্গে সেই সময় সেইও জানিয়েছিলেন, “আমি সাকিবকে স্বাগত জানাই এবং তাঁকে ধন্যবাদও জানাচ্ছি। তিনি সেই আগ্রহ প্রকাশ করেছেন।যদি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিইও হতে চান। গভর্নিং কাউন্সিলের তরফ থেকে তাঁকে আমরা স্বাগত জানাচ্ছি। যদি তিনি চান তবে সিইও হিসাবে নিজের দায়িত্ব গ্রহন করতেই পারেন”।

এই মন্তব্য শোনার পর সাকিব আল হাসানও একেবারেই চুপ করে থাকেননিষ পাল্টা জবাব দিয়েছেন তিনিও। পাল্টা উত্তরে সাকিব আল হাসান জানিয়েছেন, “একজন সিইও হওয়ার থেকে সভাপতি হওয়াটা অনেক বেশী ভাল”।

আর এই ঘটনা নিয়েই এখন বাংলাদেশ ক্রিকেট মহলে বেশ সরগরম হয়ে রয়েছে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল অবশ্য জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি। প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল ফরচুন বরিশাল। সেখানেই ৬৭ রানের ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচেই আম্পায়ারের এক সিদ্ধান্ত নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। মাথার এনেক ওপর দিয়ে বল গেলেও, তা কেন আম্পায়ার ওয়াইড দেননি, তা নিয়ে মাঠেই যথেষ্ট অসন্তোষও প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে।