মহম্মদ রিজওয়ানকে পাকিস্তানের টি২০ অধিনায়ক হিসাবে দেখতে চান শাহিদ আফ্রিদি

Mohammad Rizwan
Mohammad Rizwan. (Photo by Alex Davidson/Getty Images)

ওডিআই বিশ্বকাপের পরই পাকিস্তান দলের নেতৃত্বে বিরাট পরিবর্তন এলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টেস্ট থেকে ওডিআই এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে বদলে গিয়েছে পাকিস্তানের নেতৃ্ত্ব। সেখানেই এবার পাকিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন শাহিন আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তই মেনে নিতে পারছেন না প্রাক্তন পাক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তাঁর মতে পাকিস্তান টি টোয়েন্টি দলের অধিনায়ক হওয়া উচিত্ মহম্মদ রিজওয়ানের। তাঁর মতে ভুল করে নাকি শাহিন আফ্রিদির কাঁধে টি টোয়েন্টির নেতৃত্ব তুলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে নামার আগে মহম্মদ রিজওয়ানকেই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়াক করার দাবীতে সোচ্চ্বার হয়েছেন এই তারকা পাক ক্রিকেটার। তাঁর মতে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মঞ্চে মহম্মদ রিজওয়ানকেই দায়িত্ব দেওয়া উচিত্ পাকিস্তান ক্রিকেট দলের। যদিও শেষপর্যন্ত তা হয় কিনা তা তো সময়ই বলবে। নতুন বছরেই  পাকিস্তনের টি টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়র হিসাবে যাত্রা শুরু করবেন শাহিন আফ্রিদিষ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে তাদের।

পিএসএলে মুলতান সুলতানের অধিনায়কের দায়িত্বে মহম্মদ রিজওয়ান

ওডিআই বিশ্বকাপের পরই পাকিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন শাহিন আফ্রিদি। বল হাতে বরাবরই পাকিস্তানের প্রধান অস্ত্র তিনি। কিন্তু নেতৃত্বের দায়িত্বে কতটা সফল হতে পারবেন তা নি.য়ে এখটা প্রশন থেকেই যায়। তবে পাকিস্তান সুপার লিগে কিন্তু নেতৃত্বের বিষয়ে মহম্মদ রিজওয়ানের থেকে এগিয়ে রয়েছেন শাহিন আফ্রিদি। পিএসএলে লাহোর কালান্ডার্সের অধিনায়ক ছিলেন শাহিন আফ্রিদি। ২৫ ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচ জিতেছেন তিনি। তাঁর জয়ের পরিসংখ্যাম ৬৮।

সমস্তকিছু দেখেই প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি জানিয়েছেন, “মহম্মদ রিজওয়ানেপ কঠোর পরিশ্রম ও খেলার প্রতি ফোকাসকে আমি অত্যন্ত পছন্দ করি। তাঁর সমস্ত দক্ষতার মধ্যে আমি যেটা অত্যন্ত বেশী পছন্দ করি তা হল মহম্মদ রিজওয়ানের নিজের খেলার প্রতি ফোকাস এবং সেইসঙ্গে অন্যদিকে কে কী করছে সেদিকে মনোযোগ না দেওয়া। তিনি একজন প্রকৃত যোদ্ধা। আমি তাঁকেই টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে দেখতে চাই। কিন্তু ভুল করে শাহিন আফ্রিদিকে অধিনায়ক করে দেওয়া হয়েছে”।

পাকিস্তান সুপার লিগে মুলতাল সুলতানের অধিনায়কের দায়িত্বে রয়েছেন মহম্মদ রিজওয়ান। সেখানেই ৩৬টি ম্যাচের মধ্যে ২৪টি ম্যাচ জিতেছে মুলতান সুলতান। সেইসঙ্গে তিনি ২০২১ সালে মুলতান সুলতানকে পিএসএল চ্যাম্পিয়ন করেছে। একইসঙ্গে তিনি শেষ দুবারের পিএসএলে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে রানার্সও হয়েছে মুলতান সুলতান।