ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার স্ট্র্যাটেজি প্রস্তুত শাহিন আফ্রিদির
আপডেট করা - Sep 10, 2023 5:06 pm

এশিয়া কাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে নেমেছে পাকিস্তান। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে সেই ম্যাচে নামার আগেই নিজের বিশ্বকাপের স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি। এবারের বিশ্বকাপ ভারতের মাটিতে হতে চলেছে। ভারতের মাটিতে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি শাহিন আফ্রিদি। সেখানেই কেমনভাবে তিনি বোলিং করবেন সেই স্ট্র্যাটেজি এখন থেকেই কার্যত প্রস্তুত করে ফেলেছেন এই তারকা পাক পেসার। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারের এশিয়া কাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। কিন্তু ভারতের পিচের প্রকৃকতি যে সম্পূর্ণ আলাদা তা ভালভাবেই জানেন তিনি। সেইভাবে নিজেকে প্রস্তুতও করছেন এই তারকা ক্রিকেটার। সেইভাবে অন্যান্য ক্রিকেটারদের থেকে নানান খবর নিজেকে প্রস্তুত করছেন তিনি। আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে আসার অনুমতি নেই। কিন্তু অন্যান্য যে ক্রিকেটাররা খেলেন, তাদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে শাহিন আফ্রিদির। আইপিএলে খেলতে আসা বিভিন্ন ক্রিকেটারদের থেকেই ভারতের পিচের প্রকৃতি সম্বন্ধে অবগত হচ্ছেন তিনি।
২০১৯ সালের বিশ্বকাপে ১৬টি উইকেট তুলে নিয়েছিলেন শাহিন আফ্রিদি
২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা পাক পেসার। তাঁর ঝুলিও ভরে উঠেছিল উইকেটে। এবার যে ভারতের মাটিতেও সেই একই কাজ তিনি করতে চান। ইতিমধ্যেই আইপিএলের ম়্তে খেলা বিদেশী ক্রিকেটারদের থেকে এখানকার পরিস্থিতি, পিচ বিভিন্ন প্রকৃতি সম্বন্ধে নানান খোঁজ খবর নেওয়া সুরু করে দিয়েছেন তিনি। আর তাতেই চলছে নানান হিসাব নিকাশ। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন এই তারকা পাক ক্রিকেটার।
এশিয়া কাপের মাঝেই সাহিন আফ্রিদি জানিয়েছেন, যে সমস্ত বিদেশী ক্রিকেটাররা আইপিএলের মঞ্চে খেলেছেন, তাদের সকলের সঙ্গেই আমরা নানান আলোচনা করেছি। মনে হচ্ছে সেখানে স্পিনাররাই বাড়তি সুবিধা পেতে চলেছেন। সেখানে আমরাও ভাল লেন্থে বোলিং করব। ও়ডিআই ফরক্ম্যাটের এক নম্বর দল হওয়ার মতোই আমাদের পারফরম্যান্স হবে সেখানে। আমরা যথেষ্ট ভালভাবে নিজেদের প্রস্তুত করেছি।
২০১৯ সালের বিশ্বকাপেও ইংল্যান্ডের মাটিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। সেখানে শাহিন আফ্রিদির ঝুলিেতে এসেছিল ১৬টি উইকেট। সেইসঙ্গে শাহিন আফ্রিদির গড় ছিল ১৪.৬২ এবং ইকনমি কেট ছিল ৪.৯৬। এবার যে ভারতের মাটিতেও সেই একই পারফরম্যান্স দেখাবেন এই তারকা ক্রিকেটার তেমনটাই মনে করছেন সকলে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।