অনুর্ধ্ব-১৯-এর পর শেফালী বর্মার লক্ষ্য এবার মহিলা টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন

Shafali-Verma
Shafali Verma. (Photo Source: Twitter)

রবিবার বিশ্ব ক্রিকেটে ইতিহাস তৈরি করেছে অনুর্ধ্ব-১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবারই প্রথমবার অনুর্ধ্ব-১৯ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। সেখানেই ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে ভারতীয় অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। শেফালী বর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরই নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন শেফালী বর্মা। এবার ভারতের জার্সিতে মহিলা টি টোেয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রয়েছেন শেফালী বর্মা।

রবিবার অনুর্ধ্ব-১৯ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স পারফর্ম্যান্স দেখিয়েছিলেন অর্চনা দেবী, তিতাস সাধুরা। তাদের হাত ধরেই অনুর্ধ্ব-১৯ ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিল ভারতীয় দল। মাত্র ৬৮ রানেই শেষ হয়ে গিয়েছিল  ইংল্যান্ড শিবির। সেই সময় থেকেই ভারতের ইতিহাস তৈরি করাটা ছিল  শুধু সময়ের অপেক্ষা। এরপর ব্যাটারদের হাত ধরে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে মহিলাদের প্রথম অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর শেফালী বর্মার নতুন লক্ষ্য স্থির

বল হাতে শুরু থেকেই ইংল্যান্ডের ওপর চাপ বজায় রেখেছিলেন তিতাস সাধু, অর্চনা দেবীরা। আর তাতেই ব্রিটিশ মহিলা বাহিনী ভারতীয় দলের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ইংল্যান্ডের হয়ে রিয়ানা ম্যাকডোনাল্ড গে -ই এদিন সর্বোচ্চ রান করতে পেরেছিলেন। তাঁর রান ১৯। ভারতীয় মহিলা দলের বোলিংয়ের সামনে এদিন রীতিমত বিধ্বস্ত হয়েছিল ইংল্যান্ডের অনুর্ধ্ব-১৯ মহিলা দল। অর্চনা দেবী এবং তিতাস সাধুর ধাক্কাতেই  ইংল্যান্ডের টপ অর্ডার ধসে গিয়েছিল। আর সেই সুযোগটাই হাতছাড়া করেনি ভারতীয় দল।

ক্রিকেটারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত শেফালী বর্মা। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যেভাবে দলের প্রত্যেকে খেলেছেন এবং একে অপরের সাহায্যে এগিয়ে এসেছেন তাতে আমি অত্যন্ত খুশি। বিশ্বকাপের জয়ের আনন্দটা অন্যরকম। সেইসঙ্গে দলের সাপোর্ট স্টাফদেরও অনের ধন্যবাদ। সবসময়ই তাদের থেকে সাহায্য পেয়েছি এবং বারবারই তারা আমাদের বলে এসেছে যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছি। ক্রিকেটারেদেরও সবসময় পাশে পেয়েছি। এমন সুন্দর একটা দল দেওয়ার জন্য বিসিসিআইকেও অনেক ধন্যবাদ।

তিতাস সাধু, অর্চনা দেবী এবং পর্শাভী চোপড়ারা প্রক্যেকেই এদিন দুটো করে উইকেট তুলে নিয়েছিলেন। আর তাতেই ভারতীয় দলের জয়ের রাস্তাটা কার্যত পাকা হয়ে গিয়েছিল। ১৭.১ ওভারেই শেষ হয়ে গিয়েছিল অনুর্ধ্ব-১৯ ইংল্যান্ড দল। ৬৮ রানেই শেষ হয়ে গিয়েছিলেন তারা। সেই সময় থেকেই ভারতীয় দলের জয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। বোলারদের পাশাপাশি ব্যাটাররাও এদিন দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন। ৬ ওভার বাকি রাখতেই ম্যাচ জিতে নিয়েছিল  অনুর্ধ্ব-১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল।