“শেফালি ভার্মা আবারও একই ভুল করেছেন” – বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচে ভারতীয় ওপেনারের আউট নিয়ে মুখ খুললেন অঞ্জুম চোপড়া
আপডেট করা - Jul 10, 2023 4:28 pm
বাংলাদেশের মহিলা দলের বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে ভারতের মহিলা দল। তবে এই ম্যাচে ভারতীয় দলের প্রতিভাবান ওপেনিং ব্যাটার শেফালি ভার্মা রানের খাতা খুলতে পারেননি। তিনি মারুফা আখতারের শিকার হয়েছিলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অঞ্জুম চোপড়া শেফালি ভার্মার আউটের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে অঞ্জুম চোপড়া বলেন, “ভারত যখন ব্যাট করতে এসেছিল, আমি একই জিনিসের অভাব দেখেছিলাম, বিশেষ করে শেফালি ভার্মার মধ্যে। বাংলাদেশ তাদের লাইনআপে শুধুমাত্র একজন ফাস্ট বোলারকে খেলিয়েছিল। মারুফা আখতার খুব তরুণ খেলোয়াড়, আমরা তাকে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেছিলাম, তার কাছে পেস এবং সুইং আছে কিন্তু আপনার ওপেনার হিসাবে কিছুটা প্রস্তুত থাকা উচিত।”
তিনি আরও বলেন, “শেফালি ভার্মা আবারও একই ভুল করেছেন। তিনি সামনের প্যাডের কাছ থেকে চারপাশে শট খেলার চেষ্টা করেন এবং রান না করেই এলবিডব্লিউ আউট হয়ে যান। এটি একটি প্রভাব তৈরি করবে যে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন এবং তিনি যেভাবে আউট হয়েছিলেন তার জন্য বড় প্রভাব তৈরি হবে। এর মানে আপনি নিজের খেলার উপর কাজ করেননি এবং যদি আপনি করে থাকেন তবে তা যথেষ্ট ছিল না।”
তিনি যোগ করেছেন, “মরসুম বা সিরিজের উদ্বোধনী ম্যাচে আপনার এই ভুল করাটা উচিত হয়নি। আপনি যদি এভাবে খেলে রান করতেন তাহলে এটা মেনে নেওয়া যেত। তাই এটি হল একটি সতর্কতা এবং হোমওয়ার্কও, বিশেষ করে ভারতীয় দলের কোচিং স্টাফদের জন্য বা শেফালি ভার্মার জন্য।”
হারমানপ্রিত কউরের দুর্দান্ত ইনিংসের হাত ধরে জয় পায় ভারত
প্ৰথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রান করেছিল বাংলাদেশ। তাদের দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ঝর্ণা আখতার। তিনি ২টি ছয় সহ ২৮ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন।
রান তাড়া করতে নেমে ২১ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর স্মৃতি মান্ধানা এবং হারমানপ্রিত কউর মিলে ৭০ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। মান্ধানা ৫টি চার সহ ৩৪ বলে ৩৮ রান করে আউট হন। হারমানপ্রিত ৩৫ বলে ৫৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ২টি ছয়। ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় ভারত। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন হারমানপ্রিত কউর।