ফের জয়, ভারতের প্রতিপক্ষ হতে পারে স্কটল্যান্ড

Chris Greaves. (Photo by HAITHAM AL-SHUKAIRI/AFP via Getty Images)

টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমক দিয়েছিল স্কটল্যান্ড। এবার পাপুয়া গিনিকে হারিয়ে সুপার টুয়েল্ভের দিকে আরও এক ধাপ এগোল স্কটল্যান্ড। এদিনের ম্যাচে ১৭ রানে নিউ পাপুয়া গিনিকেও হারিয়ে দিয়েছে তারা। পাপুয়া গিনির কাবু মোরিয়া হ্যাটটট্রিক করেও শেষ রক্ষা করতে পারেননি।

Advertisement
Advertisement

তবে এখনই বলা সম্ভব নয় ভারতের বিরুদ্ধে খেলতে নামতে পারবে কি না। কিন্তু সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে স্কটল্যান্ড কিন্তু প্রথম ম্যাচে তাদের তুলনায় বাংলাদেশের মতো অনেক বেশি শক্তিশালী টিমকে হারিয়ে বিশ্বকাপ যুদ্ধে আলাদা আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার স্কটল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। ৯ উইকেটে তারা ১৬৫ রান করে। তাদের দলের রিচি বেরিংটন ৪৯ বলে ৭০ রান করেন। আর ম্যাথিউ ক্রস ৩৬ বলে ৪৫ রান করেন। তৃতীয় সর্বোচ্চ রান জর্জ মুনসের। তিনি ১৫ করেছেন। রিচি আর ম্যাথিউ ছাড়া বাকিরা আর সে ভাবে কেউই দাগ কাটতে পারেননি। পাপুয়া নিউ গিনির কাবুয়া মোরিয়া শেষ ওভারে মোট ৪ উইকেট নেন। তিনি সেই ওভারে হ্যাটট্রিকও করেন। আর ছাদ সোপার ৩ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, ধারাবাহিরক ভাবে ব্যর্থ। ব্যাটে রানের খরা চলছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যানের। তাই ভারতের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচেও তাঁকে মাঠে নামতে দেখা যায়নি। তাহলে ইংল্যান্ড দলে প্রথম একাদশে তিনি থাকবেন ? এটাই এখন সবচেয় বড় প্রশ্ন। এমনকি মর্গ্যান নিজে বলেছেন তিনি ইংল্যান্ডের জয়ের পথে বাধা হতে চান না। বিট্রিশ অধিনায়কের বলেন, ‘ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পথে আমি অন্তত বাধা হয়ে দাঁড়াব না।’