শেষ টি টোয়েন্টিতে আভেশ খান ও জীতেশ শর্মাকে সুযোগ দেওয়ার পরামর্শ সরণদীপ সিংয়ের

Jitesh Sharma. (Photo Source: IPL/BCCI)

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। বুধবার ভারতীয় দল জিততে পারলে আয়ারল্যান্ডের ঘরের মাঠে তাদের হোয়াইট ওয়াশ করবে ভারতীয় দল। সেখানেই টিম ইন্ডিয়ার শিবিরে বেশ কয়েকটি পরিবর্তনের পরামর্স দিচ্ছেন প্রাক্তন নির্বাচক সরণদীপ সিং। এই ম্যাচেই জীতেশ শর্মাকে খেলানোর পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন নির্বাচক সরণদীপ সিং। একইসঙ্গে এই ম্যাচে ভারতীয় দলে আভেস খানকেও খেলানোর পরামর্স দিচ্ছেন  ভারতীয় দলের এই প্রাক্তন নির্বাচক।

Advertisement
Advertisement

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। পরপর দুই ম্যাচ জিতেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আর সেই কারণেই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের এই দুই পরিবর্তন ানার পরামর্শ দিচ্ছেন সরণদীপ সিং। তাঁর মতে েই ম্যাচেই এই দুই ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত্ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কারণ এরপর আর সেভাবে তাদের সুোগ দেওয়ার মঞ্চ নেই ভারতীয় দলের সামনে। শেষপর্যন্ত টিম ম্যানেজমেন্ট সেটা করে কিনা সেদিকেই তাকিয়ে এখন সকলে।

সঞ্জু স্যামসনের পরিবর্তেই জীতেশ শর্মাকে খেলানোর পরামর্শ সরণদীপ সিংয়ের

আয়ৈরল্যান্ডের বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দল সঞ্জু স্যামসনকেই প্রথম উইকেটকিপার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দুই ম্য়াচেই তিনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় টি টোয়েন্টতে সঞ্জু স্যামসন ৪০ রান করলেও সেই রান এনেকটাই ধীর গতিতে করেছিলেন তিনি। দলে যন জীতেশ শর্মা রয়েছেন, এই ম্যাচে তাঁকেই খেলার সুযোগ করে দেওয়া উচিত্ বলে মনে করছেন এই প্রাক্তন ভারতীয় নির্বাচক। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। একইসঙ্গে আভেশ খানকেও খেলানোর পরামর্শ দিচ্ছেন সরণদীপ সিং।

এই প্রসঙ্গে সরণদীপ সিং জানিয়েছেন, “আমার মনে হয় এটা একেবারেই হওয়া উচিত্। বিশেষ করে এমন একটা জয় পাওয়ার পর। যেখানে দলে বদল আনার একটা সুযোগ রয়েছে। এই ম্যাচে আমি সত্যিই আভেশ খানকে খেলতে দেখতে চাই। তিনি একজন ভাল পেসার এবং আমি বরাবরই বলে এসেছি যে তিনি ঘরকোয়া ক্রিকেট সহ আইপিএলেও ভাল পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। আমরা তাঁকে ধারাবাহিকভাবে খেলতে দেখেখি এবং ভাল পারফরম্যান্স করতেও দেখেছি। ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা তাঁকে একেবারেই সুযোগ দিতে পারিনি। এই ম্যাচে জীতেশ শর্মারও সুযোগ পাওয়া উচিত্”।

যদিও শেষপর্যন্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই দুই ক্রিকেটারকে ভারতীয় দলে শেষ টি টোয়েন্টি ম্যাচে সুযোগ দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।