আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন

Sanju Samson
Sanju Samson. ( Image Source: Twitter)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের হয়ে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। সেখানে নিজের সেরা পারফরম্যান্সও দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সবকিছু ঠিকঠাক চললে এবার নতুন বছরে আফগানিস্তানের বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে দেখা যেতে চলেছে সঞ্জু স্যামসনকে। আফদানিস্তানের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব। চোট রয়েছে দুই তারকা ক্রিকেটারেরই। একইসঙ্গে এই সিরিজে অনিশ্চিত রুতুরাজ গায়কোয়াড়ও।

সেই কারণেই এবার সঞ্জু স্যামসনকে নিয়ে কানাভুসো হতে শুরু করেছে। বছরের সুরুতেই আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব যে এই সিরিজ তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে এই সিরজের পরই ভারতীয় দলের সামনে রয়েছে  ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সেই সিরিজের দিকেই যে ভারতীয় দলের বিশেষ নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আবার ঘরর মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজে নামতে চলেছে ভারতীয় দল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে সেঞ্চুরী পেয়েছিলেন সঞ্জু স্যামসন

কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের ওডিআই সিরিজ সেষ হয়েছে। সেখানেই সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন সঞ্জু স্যামসন। কার্যত তাঁর হাত ধরেই যে ভারতীয় দল জয়ের রাস্তায় এগোতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই আন্র্জাতিক মঞ্চে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন সঞ্জু স্যামসন। সেই কথা মাথায় রেখে এই ক্রিকেটারকে আফগানদের বিরুদ্ধে সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সঞ্জু স্যামসনের সেঞ্চুরী ইনিংস খেলার পর থেকেই তাঁকে নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। এছাড়া নতুন বঠরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থাকার ফলে তার জন্য বেয কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। শোনাযাচ্ছে রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ার এবং মহম্মদ সিরাজদের মতো তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথা চিন্তা করছেন ভারতীয় দলের নির্বাচকরা।

একইসঙ্গে শুভমন গিলের মতো তারকা ক্রিকেটারকেও বিশ্রাম দেওয়া হতে পারে আসন্ন এই টি টোয়েন্টি সিরিজে। সেই কারণেই সঞ্জু স্যামসনকে ভারতীয় দলের জার্সিতে আফগানিস্তানের বিরুদ্ধে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষপর্যন্ত নতুন বছরের শুরুতেই তিনি ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন কিনা  সেটাই দেখার অপেক্ষায় সকলে।