চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ সঞ্জু স্যামসন, সোশ্যাল মিডিয়াতে নিজেই জানালেন

Sanju Samson
Sanju Samson. (Image Source: Twitter)

নতুন বছরের শুরুটা এবার খুব একটা ভালভাবে করতে পারেননি সঞ্জু স্যামসন। শ্রীলঙ্কা সিরিজের মাঝেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এই মুহূর্তে ভারতীয় দল নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজ চলার মাঝেই নিজের সুস্থতার কথা ঘোষণা করলেন সঞ্জু স্যামসন। হাঁটুর চোট সারিয়ে এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। মাঠে নামার অপেক্ষাতেই রয়েছেন ভারতীয় দলের তরুণ তরকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। ইনস্টাগ্রামে নিজেু সেই খবর এদিন জানিয়েছেন সঞ্জু স্যামসন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার আগেই হাঁটিতে চোট পেয়ে ভারতীয়দল থেকে ছিটকে গিয়েছিলেন সঞ্জু স্যামসন। সেই চোটের জেরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও টি টোয়েন্টি ও একদিনের সিরিজে রাখা হয়নি রাজস্থান রয়্যালসের অধিনায়ককে। সঞ্জু স্যামসনের পরিবর্তে ভারতীয় স্কোয়াডে জীতেশ শর্মাকেই দলে নেওয়া  হয়েছিল। শনিবার সঞ্জু স্যামসন নিজেই তাঁর সম্পূর্ণ ফিট হওয়ার খবর সকলকে জানিেয়েছেন। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটো ম্যাচে তাঁর ভারতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ চলাকালীনই চোট পেয়ে ছিটকে যান সঞ্জু স্যামসন

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভাল পারফরমযানেস দেখাতে পারেননি সঞ্জু স্যামসন। টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার সঙ্গেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। যদিও রিহ্যাব শুরু করতে খুব েকটা সময় নষ্ট করতে চাননি তিনি। এই মুহূর্তে এনসিএ-তেই রয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু তিনি যে এখন চোট সারিয়ে সম্পূর্ণ  তা জানাতে দ্বিধা করেননি সঞ্জু স্যামসন। যদিও এই মুহর্তে ভারতীয় দলরে ফেরার সম্ভাবনা তাঁর খুব কমই রয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে দুটো টি টোয়েন্টি ম্যাচই রয়েছে টিম ইন্ডিয়ার।

এরপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। সেই দলেও অবশ্য সঞ্জু স্যামসনকে না রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একইরকমভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও নেই সঞ্জু স্যামসন। সবকিছু ঠিকঠাক চললে একেবারে আইপিএলের ম়্চেই ফিরতে চলেছেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীর্ঘ সিরিজ শেষ হওয়ার পরই দেশের মাটিতে হবে আইপিএল। সেখানেই ফের একবার দেখা যাবে সঞ্জু স্যামসনকে।

এই মুহূর্তে রঞ্জি ট্রফি চলছে। সেখানে তিনি ফিরবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত নেই । তবে সঞ্জু স্যামসনের চোটমুক্ত হয়ে ওটার এই খবর যে ভারতীয় শিবিরে বেশ স্বস্তির আবহ তৈরি করছে তা বলার অপেক্ষা রাখে না।