দলের প্রয়োজনের সময় নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থ সঞ্জু স্যামসন, মনে করছেন পার্থিব পটেল

Parthiv Patel. (Image Courtsey: Twitter)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সাদা বলের ফর্ম্যাটের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু গোটা সফরে  ওডিআই সিরিজে  একটি অর্ধশতরান ছাড়া আর কিছুই তেমন করতে পারেননি তিনি। টি টোয়েন্চি সিরিজে পাঁচ ম্যাচেই তাঁর ওপর ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তিনি নিজের পারফরম্যান্স দেখাতে একেবারেই ব্যর্থ হয়েছিলেন। এমনকী শেষ ম্যাচেও সুযোগ পেয়ে তা হারিয়েছিলেন সঞ্জু স্যামসন।  আর তাতেই হতাশ প্রাক্তন ভারতীয়ক্রিকেটার পার্থিব পটেল। কঠিন পরিস্থিতিতে সঞ্জু স্যামসন সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি মনে করছেন তিনি।

Advertisement
Advertisement

শেষ টি টোেয়েন্টিতেও মাত্র ১৩ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন সঞ্জু স্যামসন। তিলক বর্মা আউটহওয়ার পরইমাঠে এসেছিলেন তিনি। সেই সময় সঞ্জু স্যামসনের হাতে সময়ও ছিল। দলের যে সময় তাঁকে সবচেয়ে বেশী প্রয়োজন ছিল সেই সময়ই তিনি নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছিলেন। মাত্র ১৩ রানেই প্যাভিলিয়নের দিকে ফিরে যেতে হয়েছিল। আর সেটাই যে স়ঞ্জু স্যামসনের আরও একটা সুযোগ কেড়ে নিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

শেষ ম্যাচে ৯ বলে ১৩ রানে সাজঘরে ফিরে গিয়েছেন সঞ্জু স্যামসন

এই ম্যাচে সূর্যকুমার যাদবকে বাদ দিলে কোনও ভারতীয় ব্যাটারই সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। সেখানেই গোটা টি টোয়েন্টি সিরিজে সঞ্জু স্যামসনও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। বিশেষকরে শেষ ম্যাচে যে সময় তিনি ব্যাটিম করতে এসেছিলেন তাঁর থেকে বড় পারফরম্যান্সেরই প্রত্যাশায় ছিলেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেও ৯ বলে ১৩রানে সাজঘরের রাস্তায় ফিরে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর রাস্তাটা যে অনেকটাই কঠিন হয়ে পড়ছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে পার্থিব পটেল ক্রিকবাজকে একটি সাক্ষাতকারে জানিয়েছেন, “যে সময় তিলক বর্মা আউট হয়েছিলেন তখন সঞ্জু স্যামসন মাঠে এসেছিলেন। তিনি যথেষ্ট সময়ও পেয়েছিলেন সেই মুহূর্তে। আমি ভেবেছিলাম সেই মুহূর্তে তিনি একেবারে সেট হয়ে গিয়েছেন এবং একটা ভাল সুযোগ পেয়ে গিয়েছেন। এই ম্যাচটি এমন জায়গায় ছিল, যেখানে তখন এমন একজনকে দরকার যিনি ক্রিজে দাঁডিয়ে একটি ভাল পারফরম্যন্স দেখাবেন। কিন্তু সঞ্জু স্যামসন তা করতে পারেননি”।

তবে সূর্যকুমার যাদবের প্রশংসা শোনা গেল পার্তিব পটেলের মুখে। এই ম্যাচে ৬১ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। পার্থিব পটেলর মতে এই সিরিজে সূর্যকুমারের যেটা করা উচিত্ ছিল তিনি সেটাই করে গিয়েছেন। এই ফর্ম্যাটে সূর্যকুমার যাদবকে মিস্টার কনসিসটেন্টও বলছেন পার্থিব পটেল।