বাঁহাতি ব্যাটার হিসাবে তিলক বর্মাকে এশিয়া কাপে খেলানোর পরামর্শ সঞ্জয় মঞ্জরেকরের
আপডেট করা - Aug 28, 2023 3:40 pm

এশিয়া কাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। সেই মঞ্চেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেই ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে নানান হিসাব নিকাশ চলছে। পাকিস্তানের বিরুদ্ধে বাঁহাতি ব্যাটার হিসাবে তিলক বর্মাকেই খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।
পাকিস্তানের বিরুদ্ধে শেষ কয়েকবারের সাক্ষাতে ভারতীয় ব্যাটিং লাইনআপ বারবারই সমস্যায় পড়েছে। দলে বরাবরই বাঁ হাতি ব্যাটারের অভাব বোঝা গিয়েছে স্পষ্ট। সেই দিক বিচার করেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে তিলক বর্মাকে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তিনি। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার কিংবা তিলক বর্মার মধ্যে কোনও একজনকে খেলানোরই পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ক্রিকেটার। যদিও পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে ভারতীয় দল শ্রেয়স আইয়ারের পরিবর্তে তিলক বর্মাকে খেলানোর সাহস দেখাবে কিনা তা তো সময়ই বলবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে তিলক বর্মার
কয়েকদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বি্রুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তিলক বর্মার। দেশের জার্সিতে প্রথম সিরিজেই সকলের নজর কেড়েছিলেন তিনি। এমনকী এবারের আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন এই তরুণ ক্রিকেটার। এরপরই এসিয়া কাপের দলে সকলকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এবার তাঁর অভিষেক হয় কিনা সেটাই শুধু দেখার।
এই প্রসঙ্গেই সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “ভারতীয় দলের মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার অথবা তিলক বর্মা খেলতে পারেন। এই কথাামি এই কারণেই বলছি তারকারণ হল ভারতের প্রথম পছন্দের একাদশে প্রথম সাতজন ব্যাটারই ডানহাতি। এমনকী হার্দিক পান্ডিয়াও ডান হাতি ব্যাটারপ। কোনও এওকটা জায়গায় ভারতীয় দলের একজনকে বাঁহাতি ব্যাটার হিসাবে চাই। আর সেটাই হয়ে উঠতে পারেন তিলক বর্মা”।
এশিয়া কাপের আগে ভারতীয় দলের প্রথম একাদশ বেছে নিয়েছেন সঞ্জয় মঞ্জেরেকর। সেখানেই ভারতীয় দলকে চার সিমারে খেলার পরামর্শ দিচ্ছেন তিনি। আগদামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।