সঞ্জয় বাঙ্গারকে কোচ করল আরসিবি, নতুন অধিনায়ক কে

Sanjay Bangar. (Photo Source:Twitter/RCB)

বিরাট কোহলি আর অধিনায়কত্ব করবেন না। নতুন অধিনায়ক খোঁজার আগে নতুন কোচ ঠিক করে ফেলল আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী দু বছর আরসিবি-র কোচ হিসেবে কাজ করবেন সঞ্জয় বাঙ্গার। মাইক হেসেনের জায়গায় সঞ্জয় বাঙ্গারকে রাখা হল। মাইক হেসেন আরসিবি-র ডিরেক্টর অফ ক্রিকেট অপরাশেন হিসেবে কাজ করে যাবেন বলে জানানো হয়েছে। ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দারুণ কাজ করেন বাঙ্গার। বিরাট কোহলির পরামর্শ মেনেই বাঙ্গারকে আরসিবি-র হেড কোচ করা হল বলে খবর।

Advertisement
Advertisement

নতুন গুরু দায়িত্ব পেয়ে বাঙ্গারা বললেন, আরসিবি-কে প্রথমবার আইপিএল ট্রফি এনে দিতে তিনি নিজেকে উজাড়ে দেবেন। আরিসিবি-কে কোচিং করানোটা বড় সম্মানের এবং দারুণ কিছু করে দেখানোর সুযোগ বলেও বাঙ্গার জানিয়েছে। ক মাসের মধ্যেই আইপিএলের মেগা নিলাম। আবার নতুন করে শুরুর সময়। সেই মেগা নিলামের আগে এখন অনেক কাজ করতে হবে বলে বাঙ্গার জানিয়েছে। নিলামের স্ট্র্যাটেজি এখন থেকেই ঠিক করা হচ্ছে বলে আরসিবি-র নয়া কোচ জানান। তবে বিরাট কোহলির জায়গায় কাকে অধিনায়ক করা হবে সে ব্যাপারে কিছু জানাননি বাঙ্গার।

চলতি বছর আইপিএলে শুরুটা দারুণ করেছিল আরসিবি। ভারত পর্বে আরসিবি-কে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। সংযুক্ত আরবআমিরশাহি পর্বের শুরুতেই সবাইকে চমকে বিরাট কোহলি ঘোষণা করেন, এই আইপিএলেই তিনি শেষবার আরসিবি-কে নেতৃত্বে দেবেন। তারপর তিনি আরসিবি-র হয়ে খেলা চালিয়ে গেলেও আর কখনও ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্বে দেবেন না। এরপর আইপিএল ২০২১-এ প্লে অফে উঠেও কেকেআর-এর কাছে হেরে বিদায় নেয় বেঙ্গালুরু। অধিনায়ক হিসেবে আইপিএল জয়ের স্বপ্নভঙ্গ হয় বিরাটের। ২০০৮ সাল থেকে প্রতিবার মহাতারকাদের নিয়ে দল গড়েও আরসিবি কখনও আইপিএল খেতাব জিততে পারেনি। প্রতিটি আইপিএলে খেললেও দিল্লি, পঞ্জাবের মতই বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিও কখনও আইপিএল জেতেনি। মেগা নিলামে বাজিমাত করে বাঙ্গার ঠিক সেটাই করতে চাইছেন।