দক্ষিণ আফ্রিকায় ভারতের টেস্ট সিরিজে ব্যর্থতার কারণ দর্শালেন সঞ্জয় বাঙ্গার

Sanjay Bangar
Sanjay Bangar. (Photo by Anthony Devlin/PA Images via Getty Images)

২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে নামছে ভারতীয় দল। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজড জিতে পারেনি টিম ইন্ডিয়া। এবার  রোহিত শর্মার নেতৃত্বে সেই অধরা সীবপ্ন ভারতীয় দল পূরণ করতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। যদিও তার আগেই কেন ভারত দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে কোনওরকম টেস্ট সিরিজ জিততে পারছেনা সেটা নিয়ই এবার মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

কয়েকবছর আগে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি রেছিল ভারতীয় দল। শুধুমাত্র তাই নয় ইংল্যান্ডের মাটিতে ওভালে ৫০ বছর পর টেস্ট ম্যাচ জেতার রেকর্ডও গড়েছি তারা। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে কিছুতেই সাফল্য পাচ্ছে না টিম ইন্ডিয়া। এই ব্যর্থতার কারণ নিয়েই এবার আলোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে দক্ষিণ আফ্রিকার মাটিতে কম ম্যাচের টেস্ট সিরিজ খেলাই এই ব্যর্থতার পিছনে প্রধান কারণ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত

এখনও দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনওরকম বড় টেস্ট সিরিজ খেলেনি ভারত। কখনোও দুই ম্যাচ কিংবা তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেখা গিয়েছে ভারতীয় দলকে। যদি তার পরিবর্তে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলত কিংবা খেলে, ভারতীয় দলের সাফল্য আসবে বলেই মনে করছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সফরেও ভারতীয় দল মাত্র দুটো ম্যাচেরই টেস্ট সিরিজ খেলতে চলেছে। বিরাট পরবর্তী জামানায় রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এবার অসম্ভবকে সম্ভব করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দল কখনোও টেস্ট সিরিজ জিততে পারেনি তার কারণ হল তারা সেখানে বেশীরভাগ সময়ই কখনোও ২ ম্যাচ কিংবা ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। সেখানে  তারা যদি চার অথবা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারত, তবে ভারতীয় দলের পারফরম্যান্সে অবশ্যই তার প্রভাব পড়ত।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। বিশ্বকাপের পর এই টেস্ট ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। শেষপর্যন্ত ভারতীয় দল সাফল হয়ে দেখে ফিরতে পারে কিনা সেটাই দেখার।