মাত্র ৩ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ড লেজেন্ডসকে শেষ করে দিলেন সনত্ জয়সূর্য

Sanath Jayasuriya
Sanath Jayasuriya. (Image Source: voot )

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েকবছর আগেই। আইপিএল থেকেও সরে গিয়েছেন তিনি। কিন্তু সনত জয়সূর্য মাঠে নামলে যে এখনও একটা ত্রাস তা বলার অপেক্ষা রাখে না। মঞ্চটা রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের। প্রাক্তন ক্রিকেটাররাই খেলছেন। তাদের মাঝেও উজ্জ্বল সনত্ জয়সূর্য। ব্যাট এবং বল হাতে কলেই তাঁর পারফরম্যান্স দেখেছেন। বুড়ো বয়সেও সেই ধার এতটুকু কমেনি সনত জয়সূর্যের। ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নেমছিল শ্রীলঙ্কা লেজেন্ডস। সেখানেই সনত জয়সূর্যের বোলিংয়ে কার্যত বেসামাল ইংল্যান্ডের লেজেন্ডসরা।

কানপুরে প্রথম থেকেই এদিন ছিল সনত জয়সূর্যের দাপট। দেশের জার্সিতে খেলাকালীন আন্তর্জাতিক ক্রিকরেটে ৩০০-এরও বেশী উইকেট রয়েছে সনত জয়সূর্যের। এখন অবসর নিয়েছেন তিনি। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে চ্যারিটি ম্যাচে নেমেছেন সমস্ত দেশের প্রাক্তনরা। সেখানেও যেন সেই বিধ্বংসী মেজাজে রয়েছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর দাপটের সামনে এদিন তাসের ঘরের মতো শেষ হয়ে গেল শইংল্যান্ড লেজেন্ডস বাহিনী। ৪ ওভারে একাই তুলে নিলেন চার উইকেট।

ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে মাত্র ৩ রানে ৪ উইকেট নিলেন সনত্ জয়সূর্য

ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে যে ৪ োভার সনত জয়সূর্য বোলিং করেছেন তার মধ্যে দুটি ওভারই মেডেন দিয়েছেন তিনি। আর বাকি দুটো ওভারে এই প্রাক্তন তারকা ক্রিকেটার রান দিয়েছেন মত্র ৩। কিন্তু ুইকেট শিকার করেছেন চারটি। ইংল্যান্ড লেজেন্ডসের সেরা চার ব্যাটারকেই তুলে নিয়েছেন সনত জয়সূর্য। প্রাক্তন এই তারকার এমন পারফরম্যান্স দেখে আপ্লুত সকলে। সোশ্যাল সাইট জুড়ে যে ইতিমধ্যেই শুভেচ্ছা বারপ্তার ঢল নেমেছে তাও বলার অপেক্ষা রাখে না।

টস জিতে এদিন প্রথমে ইংল্যান্ড লেজেন্ডসকেই ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন শ্রীলঙ্কা লেজেন্ডসের অধিনায়ক। লক্ষ্যটা  প্রথম থেকেই চিল ইংল্যান্ডকে যতটা সম্ভব তাড়াতাড়ি সাজঘরে ফেরানো। আর সেই লক্ষ্যেই শ্রীলঙ্কার অধিনায়কের ব্রহ্মাস্ত্র ছিলেন এদিন সনত জয়সূর্য। স্পিন সহায়ক পিচে নিজের দক্ষতা কাজে লাগাতে কোনও ভুল করেননি তিনি। মায় লোয়কে ৮ রানে এবং ডারেন ম্যাডিকে ২ রানে সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ড লেজেন্ডসের মিডল অর্ডার শেষ করে দিয়েছিলেন সনত জয়সূর্য।

যদিও উইতেট নেওয়ার খিদে তাঁর তথনও একেবারে কমেনি। দিমিত্রি মাসকারেনহাস  এবং টিম অ্যাম্ব্রোসকেও সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই শ্রীলঙ্কার জয়ের রাস্তাটাও কার্যত পাকা করে দিয়েছিলেন তিনি। মাত্র ৭৮ রানেই শেষ হয়ে গিয়েছে ইংল্যান্ড লেজেন্ডস বাহিনী।