স্যাম কারাণ দক্ষতার চেয়ে অনেক বেশী টাকা পেয়েছেন, মনে করছেন এবি ডেভিলিয়র্স

Sam Curran
Sam Curran. ( Photo Source: BCCI/IPL )

সম্প্রতি শেষ হয়েছে আইপিএলের নিলাম। সেই মঞ্চেই এবার তৈরি হয়েছে আইপিএলের একের পর এক রেকর্ড। প্যাট কামিন্সের আইপিএলের মঞ্চে সর্বোচ্চ দামী ক্রিকেটার হওয়ার  কিছুক্ষণের মধ্যেই সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন তারই দেশের সতীর্থ মিচেল স্টার্ক। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সর্বোচ্চ দামী ক্রিকেটারের তকমা রয়েছে এই তারকা ক্রিকেটারের গায়ে। গতবরের স্যাম কারানের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। এই নিয়েই এখন আলোচনা ক্রিকেট মহলে। সেখানেই গতবার স্যাম কারানের বিরাট দাম নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্স।

গতবারের াইপিএলে স্যাম কারাণের ১৮ কোটি টাকা দাম পাও.া নিয়েই এবার মুখ খুলেছেন প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার স্যাম কারান। তাঁর মতে কাঁর দক্ষতার তূলনায় অনেক বেশী দাম পেয়েছিলেন স্যাম কারান। তাঁর মতে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এমন কিছুই বিশেষ করেনি স্যাম কারান। গতবার এই ব্রিটিশ তারকা ক্রিকেটারকেই ১৮ কোটি টাকা দিয়ে দলে তুলে নিয়েছিল পঞ্জাব কিংস। যদিও তারা সেবারও গ্লুপ পর্বের গন্ডী টপকাতে ব্যর্থই হয়েছিল।

গতবারের আইপিএলের মঞ্চে মাত্র ১০টি উইকেট পেয়েছিলেন স্যাম কারান

এবারের আইপিএলে অবশ্য স্যাম কারানকে টপকে গিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।  প্রায় ২৫ কোটি টাকা পেয়ে এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সর্বোচ্চ দামী ক্রিকেটার মিচেল স্টার্ক। তাঁর পরই রয়েছেন প্যাট কামিন্স ২০ কোটি চটাকা এবং এরপরই রয়েছেন স্যাম কারান। গত মরসুমে তিনি পেয়েছিলেন ১৮ কোটি টাকা। যদিও পঞ্জাব কিংসের হয়ে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। গত মরসুমে পঞ্জাবের হয়ে ১০টি উইকেট তোলার পাশাপাশি ব্যাট হাতে ২৭৬ রান তুলেছেন স্যাম কারান।

এই প্রসঙ্গে এবি ডেভিলিয়র্স জানিয়েছেন, “আমি কোনওরকম বিতর্ক চাইনা। তবে এটুকু বলতে পারি যে কয়েক বছর ধরে তিনি প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশী অর্থ পাচ্ছেন। আমি অবশ্যই তাঁকে ভাসবাসি।  স্যাম কারান একজন ভাল ক্রিকেটা। এমনকী বিশ্বকাপের মঞ্চেও ভাল পারফরম্যান্স দেখান এবং দেখিয়েছেন। কিন্তু সেটা কয়েক বছর আগে।  আমার মনে হয় না সম্প্রতি আইপিএলে তিনি ভাল পারফরম্যান্স প্রদর্শন করতে পেরেছেন। এমনকী ইংল্যান্ডের হয়েও সম্প্রতি ভাল পারফরম্যান্স করতে পারেননি তিনি”।

এবারের আইপিএলেও পঞ্জাব কিংসেই রয়েছেন স্যাম কারান। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মঞ্চেও সেভাবে স্যাম কারানকে ভাল ফর্মে দেখা যায়নি। এবারের আইপিএলে তিনি সমস্ত সমালোচনা বন্ধ করতে পারেন কিনা সেটাই দেখার।