চীন ক্রিকেট খেললে ভারতকে টক্কর দেবে বলে মনে করেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট

মেনে নিলেন পৃথিবীর কোন লিগই আইপিলের সাথে তুলনীয় নয়

Salman Butt. (Photo by ARIF ALI/AFP via Getty Images)

প্রাক্তন ক্রিকেটার সালমান বাটের মতে পৃথিবীর কোন লিগের পক্ষেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মোকাবিলা করা সম্ভব নয়। এই লিগে যে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে তার সঙ্গে টক্কর দেওয়ার মতো অন্য কোন লিগ নেই এই মুহূর্তে।   

Advertisement
Advertisement

পৃথিবীর কোন লিগই আইপিলের সাথে তুলনীয় নয়

তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি ওই মন্তব্য পেশ করে বলেন যদি পৃথিবীর সমস্ত ক্রিকেট বোর্ড একজোট হয়েও একটি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করে তারপরেও সেই লিগ আইপিএলের সমকক্ষ হতে পারবে না। তিনি বলেন, “পৃথিবীর কোন লিগই আইপিলের সাথে তুলনীয় নয়। এমনকী সব লিগ একত্র হয়ে একটি লিগ হলেও সেটা সম্ভব হবে না। কারণ আইপিএলের মতো অর্থ কোথাও নেই। অন্য দেশগুলোর বাজার ভারতের মতো বড় নয়। তাছাড়া অন্যান্য দেশগুলোতে বাকি খেলাগুলো হয়তো বেশি প্রাধান্য পায়। 

২০০৮-এ পথ চলতে শুরু করা আইপিএল পরবর্তী ১৪ মরসুমে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছে। যেখান থেকে শুরু হয়েছিল প্রতিপত্তি ও জাঁকজমকে এখন তার চেয়ে অনেক উপরে পৌঁছে গেছে। এখন বিশ্বক্রীড়ার একটি উল্লেখযোগ্য নাম আইপিএল। 

আগামী বছর আইপিএলে আরো দুটি নতুন দলের প্রবেশ ঘটতে চলেছে। বিসিসিআই এই মাসের শেষে নতুন দুটি দলের নাম ঘোষণা করবে বলে শোনা যাচ্ছে। নতুন দুটি দলের ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছিল ২০০০ কোটি টাকা। কিন্তু যা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে ৩০০০ কোটিরও উপরে চলে যেতে পারে দল দুটির ক্রয়মূল্য।

চীনের পক্ষে ভারতকে টক্কর দেওয়া সম্ভব

এই বিপুল অর্থের কথা শুনে সালমান বাট একেবারেই বিস্মিত নন। তাঁর মনে হয়েছে ভারতে বিশাল বড় বাজার ও দেশের মানুষের উপর ক্রিকেটের প্রভাবের ফলে দল দুটির মূল্য এরকম হওয়ায় স্বাভাবিক। এর পাশাপাশি বাটের এও মনে হয়েছে যদি চীন ক্রিকেট খেলা শুরু করে তাহলে চীনের পক্ষে ভারতকে টক্কর দেওয়া সম্ভব। এই প্রসঙ্গে তিনি বলেছেন, “ভারত খুবই বড় দেশ। এখানে ক্রিকেটের প্রাধান্যের কারণে সবাই ক্রিকেটের উপরেই বিনিয়োগে আগ্রহী হয়। তাই নতুন দলের ন্যূনতম মূল্য ২০০০ কোটির উর্ধ্বে হওয়া একেবারেই বিস্ময়কর নয়। কিন্তু চীন যদি ক্রিকেট খেলতে শুরু করে তখন একমাত্র চীনই পারবে ভারতের সাথে মোকাবিলা করতে।  

কোভিড পরিস্থিতির জন্য মাঠে জনসমাগমে নিয়ন্ত্রণ থাকলেও আইপিএলের টিভি দর্শকের সংখ্যায় তার কোন প্রভাব পড়েনি। সম্প্রতি বিসিসিআই সচিব টুইটারে জানিয়েছেন এই বছরের আইপিএলের টিভি দর্শকসংখ্যা গত বছরের চেয়ে ১ কোটি ২০ লক্ষ বেশি।

আইপিএলের চোদ্দতম সংস্করণ শেষ হচ্ছে ১৫ই অক্টোবর। ফাইনাল হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।