ফিরে দেখা বিশ্বকাপের দীর্ঘ কেরিয়ারে সচিন তেন্ডুলকরের ৮ উইকেট
আপডেট করা - Sep 25, 2023 9:13 pm
বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ বি্শ্বকাপ খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। মাস্টার ব্লাস্টারের ব্যাটিংয়ের ভক্ত এই গোটা বিশ্বে নেই, এমনটা ভাবাই যায় না। ১৯৯২ সাল থেকে বিশ্বকাপের বাইশগজে পথ চলা শুরু হয়েছিল সচিন তেন্ডুলকরের। ২০১১ সালেই বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়েছিল মাস্টার ব্লাস্টারের। বিশ্বকাপের মঞ্চে বহু অসাধারণ ইনিংস তিনি সকলকে উপহার দিয়েছেন। তা নিয়ে এখনও ক্রিকেট মহলে হামেশাই আলোচনা শোনা যায়। কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশিল বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের ঝুলিতে কিন্তু বেশ কয়েকটা উইকেটও রয়েছে।
সামনেই শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। ভারতের ঘরের মাঠে এবার বিশ্বকাপের আসর বসতে চলেছে। হাতে খুব একটা বেশী সময় নেই। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপের খেলা। সেই লড়াইয়ে শেষ হাসি কোন দলের মুখে ফুটবে তা তো সময়ই বলবে। তার আগে অবশ্য আমাদের এই প্রতিবেদনে বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের উইকেট প্রাপ্তি নিয়েই আমরা আলোচনা করব। ব্যাটিংয়ের পাশাপাশি মাস্টাল ব্লাস্টার বিশ্বকাপের মঞ্চে কিন্তু ৮ টি উইকেটও রয়েছে।
১৯৯২ সালের বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের প্রথম উইকেট আমির সোহেল
১৯৯২ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা গিয়েছিল সচিন তেন্ডুলকরকে। সেবারের চ্যাম্পিয়নের তকমা উঠেছিল পাকিস্তানের গায়ে। সেই পাকিস্তান দলের বিরুদ্ধেই বিশ্বকাপের কেরিয়ারে প্রথম উইকেট তুলে নিয়েছিলেন সচিন তেন্ডুলকর। তাও আবা্র পাকিস্তানের তারকা ব্যাটার আির সোহেলকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ৩৭ রান দিয়ে সেই ম্যাচে একটি উইকেট তুলে নিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেই বিশ্বকাপেই আবার জিম্বাবোয়ের বিরুদ্ধেও একটি উইকেট ছিল সচিন তেন্ডুলকরের। ১৯৯২ সালের বিশ্বকাপের মঞ্চে ৭টি ম্যাচে বল হাতে দেখা গিয়েছিল সচিন তেন্ডুলকরকে।
১৯৯৬ সালের বিশ্বকাপে সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিনের জোড়া উইকেট
১৯৯৬ সালেও বিশ্বকাপের মঞ্চে কিন্তু সচিন তেন্ডুলকরের ওপর বল হাতে ভরসা দেখিয়েছিল ভারতীয় দল। সেখানেও হতাশ করেননি তিনি। বিশ্বের এই কিংবদন্তী ক্রিকেটারের ঝুলিতে সেই বিশ্বকাপেও জোড়া উইকেট এসেছিল। তাও আবার সেমিফাইনালের মঞ্চে ইডেন গার্ডেন্সে। অর্জুন রণতুঙ্গা এবং ধর্মসেনার মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন তেন্ডুলকর ৩৪ রানে ২ উইকেট তুলে নিয়েছিলেন। যদিও সেই ম্যাচে জিততে পারেনি ভারতীয় দল। সেই ম্যাচে ব্যাট হাতেও দেখা গিয়েছিল সচিন ঝড়।
২০০৩ সালের বিশ্বকাপের মঞ্চে কেনিয়ার বিরুদ্ধে দুই উইকেট পেয়েছিলেন সচিন তেন্ডুলকর
১৯৯৯ সালে অবশ্য সচিন তেন্ডুলকরের উইকেটের ঝুলি ফাঁকা ছিল। এরপর ২০০৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন সচিন তেন্ডুলকর। দীর্ঘ খরা কাটিয়ে সেই বিশ্বকাপের মঞ্চেই ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। ২০০৩ সালের বিশ্বকাপে ব্যাট হাতে সচিন তেন্ডুলকরের ঝুলিতেছিল একের এক সেরা ইনিংস। সেইসঙ্গে উইকেটের ঝুলিও ফাঁকা ছিল না তাঁর। সেই বিশ্বকাপের সেমিফাইনালের ম়ঞ্চে কেনিয়ার বিরুদ্ধে জোড়া উইকেট ছিল সচিন তেন্ডুলকরের নামে। গুরুত্বপূর্ণ সময়ে স্টিভ টিকলোকে বোল্ড আউট করে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। এরপরই তুলে নিয়েছিলেন ওবোয়ার মতো ক্রিকেটারকে। ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন সেই ম্যাচে।
২০০৭ বিশ্বকাপে বারমুডা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট পেয়েছিলেন সচিন তেন্ডুলকর
২০০৭ সালের বিশ্বকাপেও সচিন তেন্ডুলকরের উইকেটের ঝুলি শূন্য ছিল না। সেবারের বিশ্বকাপে ভারতীয় দল গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও, সচিন তেনডুলকরের সেই বিশ্বকাপে ছিল দুই উইকেট। বারমুডা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি করে উইকেট পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ২০১১ সালে খেললেও ব্যাট হাতে সেই বিশ্বকাপে উইকেট তুলতে পারেননি সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের বিশ্বকাপ অভিযানে রয়েছে এই আটটি উইকেট।