দিল্লি ম্যাচের আগে রাসেল কি ফিট? বাড়ছে জল্পনা

Andre Russell
Andre Russell. (Photo Source: IPL/BCCI)

রাসেলের চোট নিয়ে জল্পনা যেন থামতেই চাইছে না। এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রাসেলের মাঠে নিয়ে জল্পনা কম হয়নি। এবার কোয়ালিফায়ারেও রাসেলের চোট নিয়ে জল্পনা চলছেই। আদৌ কি প্রথম একাদশে নাম থাকবে রাসেলে? রাসেল কি পুরো ফিট ? নানান প্রশ্ন উঠছেই।

তবে এ বিষয়ে মুখ খুলেছেন কলকাতা নাইটা রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যান। তারঁ কথায়, ‘‘রাসেলের হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড টু’ ধরনের চোট রয়েছে।’’ যোগ করেন, ‘‘দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামার আগে মাত্র এক দিন হাতে পাওয়া যাচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে ও কতটা সুস্থ হতে পারে, তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’

রাসেল যদি না খেলে তাহলে কি আজকেও শাকিব মাঠে নামবে সেই আশা করাই যায়। কারণ, যতগুলো ম্যাচে শাকিব সুযোগ পেয়েছেন, তাঁর প্রতিভার প্রতি সুবিচার করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ওভারে চার ম্যাচ শুধু জয় নিশ্চিত করাই নয়, বল হাতেও কামাল দেখিয়েছেন বাংলাদেশের অলারাউন্ডার। উইকেট না পেলেও ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়েছেন শাকিব আল হাসান।

আর আজকের ম্যাচ নিয়ে শুবমন গিল বলেছেন কলকাতাই এগিয়ে। গিলের কথায়, ‘‘অনেকেই ভেবেছিলেন আমরা প্লে-অফে উঠতে পারব না। আমিও প্রথম পর্বে রান করতে পারিনি। তবে জানতাম, ভাল খেলছি। দিল্লি ক্যাপিটালস দলটা বেশ ভাল। আমরা শারজাতে তিনটে ম্যাচ খেলেছি। ফলে উইকেট সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে। আমরাই কিছুটা এগিয়ে রয়েছি।’’ কেকেআর-এর প্রকাশ করা এক ভিডিয়োতে গিলের সংযোজন, ‘‘যে ভাবে আমরা দ্বিতীয় পর্বে ফিরে এসেছি সেটা খুব বেশি দল এর আগে করতে পেরেছে বলে মনে হয় না। আমাদের দলে কেউই কমলা টুপি (সর্বাধিক রান), বেগুনি টুপির (সর্বাধিক উইকেট) দৌড়ে নেই। আমরা দল হিসেবে ভাল খেলেছি।’