ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে সাকিবের আউটটাই হতাশা বাড়াচ্ছে রাসেল ডমিনগোর

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo Source: Twitter/T20 World Cup)

বৃষ্টির জন্য প্রথম ম্যাচ সম্পূর্ণ হয়নি। ভেস্তে গিয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতে কী বাংলাদেশ ব্যটারদের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে কোচ রাসেল ডমিনগোকে। তাঁর কথাবার্তা শুনে কিন্তু একেবারেই তা মনে হচ্ছে না। বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে যেভাবে সাকিব আল হাসান আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন, তা বেশ হতাশই করেছে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিনগোকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে নামার আগে দলের ব্যাটিং পারফর্ম্যান্সের দিকেই বিশেষ নজর রয়েছেন রাসেল ডমিনগোর।

ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে বিশ্রী হার হয়েছে বাংলাদেশের। শেষ টেস্টে ১০ উইকেটে হেরেছিলেন সাকিব আল হাসানরা। ২-০ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল বাংলাদেশ শিবিরকে। এরপরই দলের বেশকিছু জায়গায় আরও উন্নতি করার কথা শোনা গিয়েছিল খোদ সাকিব আল হাসানের গলায়। টি টোয়েন্টি সিরিজে তাদের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ। কিন্তু সেখানেও বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় বেশ চিন্তিত কোচ রাসেল ডমিনগো। বিশেষ করে সাকিব আল হাসানের আউট হওয়াটাই যেন তাঁর অস্বস্তি আরও বাড়িয়েছে।

বৃষ্টির জন্য ২০ ওভারের জায়গায় ১৪ ওভারে খেলা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও শেষপর্যন্ত প্রবল বৃ্ষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। আর সেই ম্যাচেই দলের সবচেয়ে প্রয়োজনের সময় সাকিব আল হাসানের আউট হয়ে যাওয়াটাই বাংলাদেশ কোচের হতাশা বাড়ানোর জন্য যথেষ্ট। ১৪ বলে ২৯ রান করে যখন সাকিব ধীরেধীরে একটা বড় পার্টনারশিপের দিকে এগোচ্ছিলেন, সেইসময়ই প্রতিপক্ষ বোলারের গুগলিতে বেসামাল হয়ে উইকেট খোয়ান সাকিব আল হাসান। সেটাই রাসেল ডমিনগোকে খুশি করতে পারছে না।

বৃষ্টির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভেস্তে গিয়েছে

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সাকিব এদিন যথেষ্ট ইতিবাচক ছিলেন। কিন্তু যে পরিস্থিতিতে তিনি আউট হয়েছিলেন, সেটা একেবারেই ভুল সময় ছিল। তিনিও জানেন সেটা। সেই সময় আমাদের এমন একজনকে সবচেয়ে বেশী দরকার ছিল, যিনি বিরাট রান করবেন। এই ফর্ম্যাটে সেটাই সবচেয়ে বেশী দরকার ছিল। আমাদের এওকটা বড় পার্টনারশিপ দরকার ছিল, কিন্তু যখনই সেটা তৈরি হতে শুরু করছিল, আমরা উইকেট হারাচ্ছিলাম”।

৪৫ রানে ২ উইকেট হারালেও, তার পরও বেশ ভালভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু এমন পরিস্থিতিতেই পরপর উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল তারা। যদিও ১৩ ওভারের মাথায় যখন বাংলাদেশের রান ছিল ৮ উইকেটে ১০৫ সেই সময়ই বৃ্ষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপরই খেলা পরিত্যক্ত ঘোষণা হয়।

কিন্তু দলের ব্যাটারদের পারফরম্যান্স এখনও পর্যন্ত পুরোপুরি স্বস্তি দিতে পারছে না বাংলাদেশ কোচকে। তবে দ্বিতীয় ম্যাচে তারা ভাল পারফরম্যান্স করে ঘুরে দাঁড়াবে বলেই আশাবাদী বাংসাদেশ কোচ রাসেল ডমিনগো।