বিরাট কোহলিকে আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলতে দেখতে চান ডেল স্টেইন

Virat Kohli
Virat Kohli. (Photo Source: Robert Cianflone/Getty Images)

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডেল স্টেইন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ খেলতে দেখতে চান। তিনি মনে করছেন যে আসন্ন টি-২০ বিশ্বকাপে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের প্রয়োজন হবে এবং এক্ষেত্রে প্রাক্তন ভারতীয় অধিনায়কের থেকে ভালো আর কেউ হবে না। নিজের সন্তানের জন্মের জন্য ক্রিকেট থেকে বেশকিছু সময় দূরে ছিলেন বিরাট কোহলি। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটিতেও খেলেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এ তিনি কামব্যাক করবেন।

ডেল স্টেইন বলেছেন যে ফর্মে ফেরার জন্য বিরাট কোহলিকে আইপিএল ২০২৪-এ রান করতে হবে। এছাড়াও, তিনি বলেছেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রাক্তন অধিনায়ক টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য।

ডেল স্টেইন স্টার স্পোর্টসে বলেন, “দেখুন, তাঁর রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু, দিনের শেষে, আমি ব্যাঙ্ক ব্যালেন্সের মতো একজনের রান দেখি। বিরাট কোহলি বহু বছর ধরে রানের স্তুপ জমিয়েছেন। এটি তাঁর পক্ষে কাজ করবে। ভারত যখন বিশ্বকাপের জন্য একটি দল বাছাই করবে, তখন তাদের এমন খেলোয়াড়দের দিকে দেখতে হবে যাদের সেখানে গিয়ে নিজেদের প্রমাণ করার ক্ষমতা রয়েছে। বিশ্বকাপে যাওয়ার জন্য তাকে ভালো ফর্মে থাকতে হবে। তাই এই আইপিএলে তাঁর রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে বাছাইয়ের ক্ষেত্রে, বিরাট কোহলি বিশ্বকাপে যাবেন সেটা বলাটা নিরাপদ।

“আপনাকে এমন খেলোয়াড়দের দিকে দেখতে হবে যারা বিশ্বকাপে নিজেদের প্রমাণ করেছেন, বেশিরভাগ সময় তারাই দলে থাকেন যারা এটি করেছেন” – ডেল স্টেইন

আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিরাট কোহলিকে খেলতে দেখা গিয়েছিল। এরপর, তাঁকে আর মাঠে দেখতে পাওয়া যায়নি। বেশকিছুদিন ধরে শোনা যাচ্ছে যে ভারতীয় দলের নির্বাচকরা বিরাট কোহলিকে টি-২০ বিশ্বকাপের দলে রাখতে চাইছে না। যদিও, এর সত্যতা সম্পর্কে এখনও পর্যন্ত কোনোকিছুই জানা যায়নি।

ডেল স্টেইন বলেন, “বিরাট কোহলি এই ফরম্যাট থেকে বিরতির কারণে বেশ কিছু প্রতিযোগী এসেছেন। কিন্তু আপনাকে এমন খেলোয়াড়দের দিকে দেখতে হবে যারা বিশ্বকাপে নিজেদের প্রমাণ করেছেন, বেশিরভাগ সময় তারাই দলে থাকেন যারা এটি করেছেন। বিরাট কোহলি অবশ্যই সেই খেলোয়াড়দের মধ্যে একজন।”

টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড খুবই ভালো। শেষমেশ তিনি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।