কমনওয়েলথেলর ফাইনালে নামার আগে হরমনপ্রীতদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রোহিত শর্মার

India beat England
India beat England. ( Image Source: Twitter)

রুপো নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দল কী সেটুকুতে সন্তষ্ট। কমনওয়েলথ গেমস শুরুর আগেই তো সেই কথা বলে দিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুধুই তিনিই নন, গোটা দলের মুখেই ছিল একই কথা। পোডিয়ামে ওঠা নয়, তাদের লক্ষ্য কমনওয়েলথ গেমসে সোনা জেতা। আর সেই লক্ষ্য নিয়েই প্রথমবারই কমনওেলথের মঞ্চে ফাইনালে পৌঁছেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাদের উদ্দেশ্যেই বিশেষ বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এই বছরই বিশ্বকাপে নেমেছিল ভারতীয় দল। সেমিফাইনালে পৌঁছলেও ফাইনালের ছাড়পত্র পেতে পারেননি হরমনপ্রীত কৌররা। কয়েকমাসের মদ্যেই কমনওয়েলথ গেমসের মঞ্চে প্রথমবার নামার সুযোগ পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবারই অবস্য প্রথমবার কমনওয়েলথ গেমসের মঞ্চে দেখা আয়োজিত হয়েছে মহিলাদের ক্রিকেট। সেখানেই সেমিফাইনালে ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারতীয় মহিলা দল। সোনা জয়ের লক্ষ্যে তাদের সামনে এখন শুধু একটাই বাধা।

ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল

রবিবার এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এই অস্ট্রেলিয়ার কাছে এগিয়ে থেকেও হেরে যেতে হয়েছিল ভারতকে। সেই প্রতিশোধ নেওয়ার যেমন সুযোগ রয়েছে, তেমনই ভারতের সামনে সুযোগ এখন প্রথম কমনওয়েলথ গেমসেই সোনা জেতার। সেই পথে এগোনোর লক্ষ্যেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের উদ্দেশ্যে ভারত অধিনায়ক রোহিত শর্মার বার্তা। এদিন যে গোটা দেশের নজর রয়েছে হরমনপ্রীতদের দিকে, তা বলাই বাহুল্য।

এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “কমনওয়েলথ গেমসের ফাইনালে নামার আগে আমাদের মহিলা ক্রিকেট দলকে আমার এবং গোটা দলের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এওদিন গোটা দেশের ১.৪ বিলিয়ন মানুষের নজর থাকবে তোমাদের দিকে। এগিয়ে যাও সাফল্যের দিকে। গো ফর গোল্ড”।

কমনওয়েলথ গেমসে প্রথম ম্যাচ বাদ দিলে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন স্মৃতি মন্ধনা। সেমিফাইনাল ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁর পারফরম্যান্সই তো ভারতীয় দলের ফাইনালে পৌঁছনোর রাস্তাটা তৈরি করে দিয়েছিল। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে ভারতের স্পিনাররাও বেশ সফল হয়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

পিছিয়ে পড়েও সেষ মুহূর্তে দুরন্ত কামব্যাক করেছিল তারা। এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সেখানে ভারত না পারলে, কমনওয়েলথের মঞ্চে সেই স্বপ্নপূরণ করতে চায় তারা। এদিন গোটা দেশ তাকিয়ে রয়েছে স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌরদের দিকে। সোনার মেডেল তাদের গলায় ওঠে কিনা সেটাই এখন দেখার।