ফাইনালে পূর্বাঞ্চলকে পরাজিত করে দেওধর ট্রফি ২০২৩-এর শিরোপা জিতল দক্ষিণাঞ্চল
আপডেট করা - Aug 4, 2023 1:52 pm
দেওধর ট্রফি ২০২৩-এর চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল। ফাইনালে পূর্বাঞ্চলকে ৪৫ রানে পরাজিত করেছে মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দল। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত একটিও ম্যাচ হারেনি দক্ষিণাঞ্চল। তাই একথা বলাই যায় যে তারা যোগ্য দল হিসেবে শিরোপা জিতেছে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণাঞ্চল। দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং রোহন কুন্নুম্মল মিলে শুরুটা অসাধারণভাবে করেন। তারা দুজনে মিলে ১৮১ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করে পূর্বাঞ্চলকে অসুবিধার মধ্যে ফেলে দিয়েছিলেন। কুন্নুম্মল মাত্র ৭৫ বলে ১০৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১১টি চার এবং ৪টি ছয়। অধিনায়ক মায়াঙ্ক ৪টি চার সহ ৮৩ বলে ৬৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। সাই সুদর্শন ২০ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। নারায়ণ জগদীশন ২টি চার এবং ১টি ছয় সহ ৬০ বলে ৫৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। রোহিত রায়ডু ৩৩ বলে ২৬ রান করেন। রবিশ্রিনিবাসন সাই কিশোর ১৯ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৮ রান করে দক্ষিণাঞ্চল।
শাহবাজ আহমেদ, রিয়ান পরাগ এবং উৎকর্ষ সিং যথাক্রমে ১০ ওভারে ৫৫ রান, ১০ ওভারে ৬৮ রান এবং ১০ ওভারে ৫০ রান করে ২টি করে উইকেট শিকার করেন। মণিশঙ্কর মুরাসিং এবং আকাশ দীপ ১টি করে উইকেট নেন।
অনেক চেষ্টা করেও পূর্বাঞ্চলকে জয় এনে দিতে পারলেন না রিয়ান পরাগ
রান তাড়া করতে নেমে মাত্র ১৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে পূর্বাঞ্চল। এরপর সুদীপ কুমার ঘরামী এবং অধিনায়ক সৌরভ তিওয়ারির মধ্যে ৫৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তিওয়ারি ৩৩ বলে ২৮ রান করে আউট হন। সুদীপ ৬৩ বলে ৪১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। রিয়ান পরাগ এবং কুমার কুশাগ্র মিলে ১০৫ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। পরাগ ৬৫ বলে ৯৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে আউট হন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৫টি ছয়। কুশাগ্র ৫৮ বলে ৬৮ রান করেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ৩টি ছয় মারেন। ৪৬.১ ওভারে ২৮৩ রানে অলআউট হয়ে যায় পূর্বাঞ্চল।
ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ৬০ রান দিয়ে ৩টি উইকেট নেন। বিদ্যাথ কাভেরাপ্পা, বাসুকি কৌশিক এবং বিজয় কুমার ভাইশাক ২টি করে উইকেট শিকার করেন। রবিশ্রিনিবাসন সাই কিশোর ১টি উইকেট পান।