আয়ারল্যান্ডের বিরুদ্ধে উইকেটকিপার হিসাবে দীনেশ কার্তিককেই পছন্দ রোহন গাভাসকরের

Dinesh Karthik. ( Photo Source: BCCI )

আগামী ২৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সেই দলেরই উইকেটকিপার হিসাবে কাকে দেখা যাবে তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন নাকি দীনেশ কার্তিক। এই পরিস্থিতিতে অভিজ্ঞ দীনেশ কার্তিকের দিকেই নিজের ভোট দিয়েছেন রোহন গাভাসকর। এই তিন ক্রিকেটারকে একসঙ্গে খেলানো হলেও, রোহন গাভাসকরের মতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে উইকেটকিপার হিসাবে দীনেশ কার্তিককেই পছন্দ তাঁর।

Advertisement
Advertisement

দক্ষিণ আফ্রিকা সিরিজেও ভারতীয় দলের প্রথম একাদশে একসঙ্গে তিন উইকেটকিপার ব্যাটারকে খেলতে দেখা গিয়েছিল। ঈশান কিষাণ, ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক। কিন্তু ভারতীয় দলের উইকেট কিপিংয়ের  দায়িত্বে ছিলেন ঋষভ পন্থ। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে নেই ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ এবং একদিন ও টি টোয়েন্টি সিরিজের জন্য  ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ঋষভ পন্থ। লেস্টারশায়ারের হয়ে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলছেন তিনি।

তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের উইকেটকিপিং কে সামলাবেন, তা নিয়ে জোর জল্পনা ভারতীয় ক্রিকেটমহলে। এমন পরিস্থিতিতে রোহন গাভাসকর মনে করেন আইরিশদের বিরুদ্ধে এই দায়িত্ব দীনেশ কার্তিকের কাঁধেই দেওয়া উচিত্। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইকেট কিপিং না করলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কিন্তু দীনেশ কার্তিকই উইকেট কিপিং করেছিলেন। একইসঙ্গে তিন ক্রিকেটারকেও প্রথম একাদশে রাখার কথা জানিয়েছেন রোহন গাভাসকর।

ঋষভ পন্থের অনুপস্থিতিতে দনেশ কার্তিককেই উইকেটকিপার হিসাবে চাইছেন রোহন গাভাসকর

এই প্রসঙ্গে স্পোর্টস এইট্টিনে রোহন গাভাসকর জানিয়েছেন, “আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ক্রিকেটারকেই খেলানো যেতে পারে। কিন্তু উইকেট কিপিংয়ের ক্ষেত্রে আমি সবসময়ই দীনেশ কার্তিককে এগিয়ে রাখব। সঞ্জু স্যামসন, ঈশান কিষাণদের আমি অবশ্যই ভারতীয় দলে রাখব। কিন্তু উইকেট কিপিংয়ের বিষয়ে আমার প্রথম পছন্দ সবসময়ই দীনেশ কার্তিক”।

এবারের আইরিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন দীনেশ কার্তিক। ব্যাট হাতে যেমন ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন, তেমনই উইকেট কিপার হিসাবেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান ভরসা ছিলেন দীনেশ। আর সেই পারফরম্যান্স দেখিয়েই তিন বছর পর ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে এই তারকা ক্রিকেটারের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও চতুর্থ টি টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন দীনেশ কার্তিক। তাঁর ঝোরো অর্ধশতরানেই প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরেছিল টিম ইন্ডিয়া। আর সমস্তকিছু দেখার পর দীনেশ কার্তিকই আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম উইকেট কিপার হিসাবে রোহন গাভাসকরের সমর্থন আদায় করে নিয়েছেন।