অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ঋষভ পন্থকে না খেলানোরই পরামর্শ আকাশ চোপড়ার

Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় রান করলেও জিততে পারেনি ভারত। সিরিজে হার দিয়ে যাত্রা শুরু করেছিল। যদিও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার দাপুটে ইনিংসের সৌজন্যেই ঘুরে দাঁড়াতে পেরেছে ভারতীয় দল। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছিল ভারতীয় দল।  রবিবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে এখন শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা।

Advertisement
Advertisement

আর কয়েক ঘন্টা পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে খেললেও,  শেষ ম্যাচে ঋষভ পন্থকে না রেখেই ভারতের প্রথম একাদশ করার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে কখনোইঝুঁকি নেওয়া উচিত্ নয় ভারতের। বরং বাড়তি পেসার নিয়েই মাঠে নামা উতিত্ টিম ইন্ডিয়ার।

প্রথম ম্যাচেও ঋষভ পন্থকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল

বৃষ্টির জন্য গত ম্যাচ ২০ ওভারের হয়নি।  দুই দলই খেলেছিল ৮ ওভারের ম্যাচ। আর সেজন্যই দ্বিতীয় ম্যাচে ভুবনেশ্বর কুমারকে বসিয়ে ঋষভ পন্থকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচকম ওভারের হওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু শেষ টি টোয়েন্টি ম্যাচে এমনটা হওয়ার সম্ভাবনেনেই বললেই চলে। আর সেই কারণেই ভুবনেশ্বর কুমার নয়তো দীপক চাহারকে খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া।

এই প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে “আকাশ চোপড়া জানিয়েছিলেন, এটা খুবই পরিষ্কার যে প্রথম একাদশে এই ম্যাচে ঋষভ পন্থ থাকবেন না। তাঁপর জায়গায় হয় ভুবনেশ্বর কুমার নয়ত দীপক চাহার আসতে চলেছেন। এই ম্যাচে ভুবনেশ্বর কুমারকেই হয়ত খেলাতে চাইবে। কারণ এই ভেন্যুতে তাঁর অভিজ্ঞতা অনেক বেশী রয়েছে”।

প্রথম ম্যাচে ঋষভ পন্থকে দলে না রেখেই প্রথম একাদশ সাজিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ম্যাচে যদিও ভারতীয় দল জয় পায়নি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছিল তারা। দ্বিতীয় ম্যাচে ঋষভ পন্থকে রাখলেও, ব্যাটিং করতে হয়নি তাঁকে। যেভাবে গতম্যাচে দীনেশ কার্তিক পারফরম্যান্স দেখিয়েছেন তারপর ঋষভের থেকে যে তাঁকেই বেশী গুরুত্ব দেওয়াহবে তা নিয়েকোনও সন্দেহ নেই।

এছাড়া সম্প্রতি টি টোয়েন্টিতকে ঋশভ পন্থ তেমন ভাল ফর্মেও নেই। এশিয়া কাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ঋষভ পন্থ। এমনকী এই বছরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। সবকিছু দেখার পরই ঋষভ পন্থকে না খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া।