ঋষভ পন্থের ফিটনেস নিয়ে এখনও ছাড়পত্র দেয়নি এনসিএ, চিন্তা বাড়ছে দিল্লির

Rishabh Pant
Rishabh Pant. (Image Source: IPL/BCCI)

আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বকি রয়েছে। এরপরই শুরু হবে এই মরসুমের ক্যাশরীচ লিগে। সেখানেই শেষ হাসি কোন দল হাসবে তা তো সময়ই বলবে। সবকিছু ঠিকঠাক চললে এই আইপিএলের মঞ্চেই ফের একবার প্রত্যাবর্তন হতে চলেছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের। দিল্লি ক্যাপিটালস শিবির তরফে ইঙ্গিত অবশ্য তেমনই ছিল। কিন্তু হঠাত্ই তাঁর ফিটনেস আপডেট নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোনাযাচ্ছে এখনও পর্যন্ত ঋঋষভ পন্থের ফিটনেস ছাড়পত্র দেওয়া হয়নি এনসিএর তরফে। এই খবর যে দিল্লি ক্যাপিটালস শিবিরের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ২২ মার্চ শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রায় দেড় বছরেরও বেশী সময়ের পর ফের একবার বাইশষগজে নামতে চলেছেন ঋষভ পন্থ। কয়েকদিন আগেই দিল্লি ক্যাপিটালসর শিবিরের তরফে তমনটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে ফেরার জন্য জোরকদমে প্রস্তুতিও সারছিলেন ঋষভ পন্থ। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও দিয়েছিলেন তিনি। কিন্তু হঠাত্ই তাঁর ফিটনেস ছাড়পত্র নিয়ে চিব্তায় পড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস শিবির। শোনাযাচ্ছে তিনি নাকি এখনও মাঠে নামার মতো সম্পূর্ণ সুস্থ নন।

২০২২ সালে ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ

দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুযায়ী এনসিএ-র তরফে এখনও পর্যন্ত ফিটনেস সার্টিফিকেট পায়নি দিল্লি ক্যাপিটালস। এনসিএ-র তরফে নীকি মনে করা হচ্ছে তিনি এখনও পর্যন্ত মাঠে নামার জন্য সম্পূর্ণ ফিট নয়। আর এই খবর সামনে আসার পর থেকেই দিল্লি ক্যাপিটালস শিবিরের  কর্তাদের কপালে চিন্তাপ বাঁজ পড়াটাই স্বাভাবিক। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। ২০২২ সালের শেষের দিকে এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ।

সেই দূর্ঘটনার জেরেই এখনও পর্যন্ত মাঠে ফিরতে পারেননি তিনি। গতবার দিল্লি ক্যাপিটালস ডেভিড ওয়ার্নরের নেতৃত্বেই মাঠে নেমেছিল। দলকে সমর্থন করতে গ্যালারীতে উপস্থিত ছিলেন ঋষভ পন্থ। কিন্তু এখনও পর্যন্ত মাঠে ফিরতে পারেননি। শোনাযাচ্ছে যে এই মরসুমেই দিল্লি ক্যাপিটালসের হয়ে ফের বাইশগজে ফিরতে চলেছেন তিনি। কিন্তু ফিটনেস সার্টিফিকেট না পাঠানোয় সম্পূর্ণ চিন্তামুক্ত হতে পারছেন না দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট।

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও অবশ্য তাঁকে এবার উইকেটকিপার হিসাবে দেখা যাবে না। শুরু থেকেই রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়দের মুখে এমন কথাই শোনাই যাচ্ছে। অধিনায়ক এবং ব্যাটার হিসাবেই খেলতে পারেন তিনি।  মনে করা হচ্ছে ঋষভ পন্থকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবেও ব্যবহার করা হতে পারে। তবে সবকিছুই তাঁর ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করছে।