ম্যাচ-সেরার পুরস্কার শ্যাম্পেন বোতলটি প্রাক্তন কোচকে উপহার দিলেন ঋষভ পান্ত

রবি শাস্ত্রী ধারাভাষ্য দলের অংশ হিসেবে ইংল্যান্ডে আছেন

Ravi Shastri and Rishabh Pant
Ravi Shastri and Rishabh Pant. (Photo Source: Twitter)

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে টিম ইন্ডিয়া দাপটের সঙ্গে জিতেছে এবং সিরিজ ২-১ ব্যবধানে দখলে নিয়েছে। উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত ব্যাট হাতে অসামান্য পারফর্ম্যান্স করেছিলেন এবং একটি অপরাজিত সেঞ্চুরি করে ভারতকে লক্ষ্য অতিক্রম করতে সাহায্য করেন। তাঁর আগ্রাসী ইনিংসের সৌজন্যে ভারত ৪৭ বল বাকি থাকতে ম্যাচ জেতে।

যুক্তিসঙ্গতভাবে, পান্ত তাঁর বীরত্বের জন্য ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন এবং তাঁকে একটি পদকসহ একটি শ্যাম্পেন বোতল দেওয়া হয়েছিল উপহার হিসেবে। তিনি সেটি নিজে না নিয়ে ভারতের প্রাক্তন প্রধান কোচ এবং বর্তমানে ধারাভাষ্যকার রবি শাস্ত্রীকে বোতলটি উপহার দিয়ে দেন। শ্যাম্পেনের বোতল দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরে পাওয়া বোতলটি দেওয়ার আগে পান্তকে শাস্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করতে। মজার বিষয় হল, বিরাট কোহলি ও শিখর ধাওয়ানও শাস্ত্রীকে একই প্রস্তাব দিয়েছিলেন, তবে তিনি কেবল হাসেন কিন্তু অন্য কোন বোতল নেননি। ভারতীয় দলের সদস্যদের নিজেদের মধ্যে উপভোগ করার জন্য সেই বোতলগুলি নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

দেখুন সেই ভিডিও

ব্যাটে-বলে অপ্রতিরোধ্য হার্দিক পান্ডিয়া

ম্যাচের কথা বলতে গেলে, টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। একই ওভারে জনি বেয়ারস্টো ও জো রুটকে আউট করে ইংল্যান্ডকে চমকে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। ওপেনার জেসন রয় আক্রমণাত্মক শট খেলা চালিয়ে যান কিন্তু তিনিও শীঘ্রই ড্রেসিংরুমে ফেরেন। অধিনায়ক জস বাটলার ও বেন স্টোকস ইংল্যান্ডের ইনিংসকে স্থিতিশীল করার চেষ্টা করেছিলেন কিন্তু হার্দিক পান্ডিয়া উভয় খেলোয়াড়কেই আউট করেন।

ডেভিড উইলে, মইন আলি, লিয়াম লিভিংস্টোন ও ক্রেগ ওভারটন স্বল্প অবদান রাখেন এবং ইংল্যান্ডকে কোনমতে ২৫০ অতিক্রম করতে সাহায্য করেন। জবাবে, ভারতের শুরুটা বিপর্যয়কর ছিল কারণ তারা ২১ রানের স্কোরে তাদের দুই ওপেনারকে হারিয়েছিল। বিরাট কোহলিও ১৭ রান করার পরে আউট হন।

৭২ রানের দলীয় স্কোরে সূর্যকুমার যাদবকে হারানোর পর মেন ইন ব্লু গভীর সমস্যায় পড়েছিল। যদিও, পান্ডিয়া ও পান্ত একটি চমৎকার ১৩৩ রানের জুটি গড়েন এবং একটি জটিল পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন। পান্ডিয়া আগ্রাসী ব্যাটিং করে ৭১ রানে নিজের উইকেট হারালেও পান্ত ১৬টি চার ও দুটি ছক্কার সাহায্যে ১২৫ রানে শেষ অবধি অপরাজিত থাকেন।

পেসার রিস টপ্লে ছিলেন ইংলিশ দলের বোলারদের মধ্যে সেরা, কিন্তু অন্য কোন বোলার ম্যাচটিতে প্রভাব ফেলতে পারেননি এবং কারণ ভারত পাঁচ উইকেটে জিতে একটি স্মরণীয় সিরিজ জয় অর্জন করেছে।