প্রস্তুতি সারছেন ঋষভ পন্থ, আশার সুর রিকি পন্টিংয়ের গলায়

Ricky Ponting and Rishabh Pant
Ricky Ponting and Rishabh Pant. (Photo Source: IPL/BCCI)

সময় যতই এগিয়ে আ,চে ততই  আইপিএলের মঞ্চে ঋষভ পন্থের খেলা ঘিরে বাড়তে শুরু করেছে নানান জল্পনা। এনসিএ থেকে ঋষভ পন্থের ফিটনেস ছাড়পত্র নিয়েও একটা জল্পনা চলছিল। সোমবারই ভারতীয়. দলের এই তারকা ক্রিকেটারকে নিয়ে বিশেষ বার্তা দিলেন দিল্লি ক্যাপিটালস কোচ রিচি পন্টিং। আইপিএলের মঞ্চে নামার জন্য নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছেন  ঋষভ পন্থ। আর এই খবরটাই যে ঋষভ ভক্তদের কাছে একটা বিরাট প্রাপ্তি তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে রয়েছেন সকলে।

২০২২ সালে এক গুরুতর গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। সেই ঘটনার পর থেকেই ক্রিকেটের বাইশগজে আর দেখা যায়নি ঋষভ পন্থকে। দেশের জার্সিতে যেমন খেলতে নামতে পারেননি তিনি। তেমনই ঘরের মাঠে আইপিএলের মঞ্চেও খেলতে পারেননি তিনি। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি ঋষভ পন্থ।  সবকিছু ঠিকঠাক চললে এবারের আইপিএলের মঞ্চ দিয়েই প্রত্যাবর্তন করতে চলেছেন এই তারকা ক্রিকেটার।

গাড়ী দূর্ঘটনার জেরে গতবার আইপিএলের মঞ্চে নামতে পারেননি ঋষভ পন্থ

তবে ঋষভ পন্থ এই মুহূর্তে কতটা ম্যাচফিট রয়েছেন, সেই নিয়েই নানান গুঞ্জন চলছিল। সেই প্রসঙ্গেও এবার খানিকটা আপডেট দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শোনাযাচ্ছে ব্যাটিংয়ের পাশাপাশি নাকি  উইকেটকিপিংও করছেন এই তারকা ক্রিকেটার। রিকি পন্টিং.ের মুখ থেকে এমন কথা শোনার পর যে সকলেই বেশ আশাবাদী হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে ঋষভ পন্থের অধিনা.য়ক হিসাবে নামার কথাও জানিয়েছেন রিকি পন্টিং।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এটা সত্যিই একটা বড় সিদ্ধান্ত হবে। কারণ সবকিছুই তাঁর ফিটনেসের ওপর নির্ভর করছে। আপনারা সকলেই ভাহতে পারেন যে তিনি  সরাসরি একেবারে নেতৃত্বই দেবেন। তিনি যদি পুরোপুরি ম্যাচ ফিট না হন , সেক্ষেত্রে তাঁকে আমরা অন্যরকম ভাবেও আমরপা ব্যবহার করতে পারি। শেষ কয়েক সপ্তাহে অবশ্য তিনি আমাদের হয়ে কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলেছেন। আর সেটাই আমাদের কাছে অত্যন্ত গরুত্বপূর্ণ হতে চলেছে”।

গতবার ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। গতবার একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি দিল্লি ক্যাপিটালস। সেবার মাঠে খেলা দেখতে আসলেও নামতে পারেননি ঋষভ পন্থ। এবার সেই ঋষভ পন্থের নেতৃত্বেই নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস।