মহিলা টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার বাছাই তালিকায় একমাত্র ভারতীয় রিচা ঘোষ

Richa Ghosh
Richa Ghosh. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালেই যাত্রা শেষ হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। রবিবার ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তার আগেই প্রতিযেগিতার সেরা ক্রিকেটারদের বাছাই তালিকা তৈরি করেছে আইসিসি। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদেরই ভিড়ে সেখানে। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে সেই তালিকায় জায়গা করে নিয়েছেন রিচা ঘোষ। যদিও মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তিনি যে খুব একটা এগিয়ে নেই তা বলাই বাহুল্য।

এবারের মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রিচা ঘোষ। চলতি বিশ্বকাপে ভারতের হয়ে সেরা ম্যাচ ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। যদিও সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনিও। তবে আইসিসির বাছাই তালিকায় জায়গা করে নিয়েছেন রিচা ঘোষ। সেই লড়াইয়ে অবশ্য রয়েছেন মেগ ল্যানিং, অ্যালিসা হিলি এবং অ্যাশলে গার্ডনারদের মতো তারকা অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটাররাও। রিচা যে অনেকটাই পিছিয়ে সেরার দৌড়ে তা বলার অপেক্ষা রাখে না।

মহিলাদের টি২০ বিশ্বকাপে এবার ৫ ইনিংসে ১৩৬ রান করেছেন রিচা ঘোষ

এবারের মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই ভারতীয় দলের ভাল ফর্মে রয়েছেন তিনি। শুধু তাই নয়  টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার ভারতীয় দলের েহয়ে সর্বোচ্চ রানের মালিকও রিচা ঘোষই। ভারতের হয়ে পাঁচ ইনিংসে রিচা ঘোষের রান রয়েছে ১৩৬। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৬৮। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে রিচা ঘোষের পারফরম্যান্স অসাধারণ।  সকলেরই নজর কেড়েছিলেন এবার ১৯ বর্ষীয় এই তারকা ক্রিকেটার।

প্রথম ম্যাচেই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা দল। সেখানেই তাঁর হাত ধরে পাকিস্তানের বিরুদ্ধে জয় হাসিল করেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও শেষ মুহর্তে রিচা ঘোষের ব্যাটে দেখা গিয়েছিল রানের ঝড়। ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য ভারতীয় দল জিততে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত একটা ড়াই চালিয়েছিলেন রিচা ঘোষ। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য পাননি তিনি।

এমন পারফরম্যান্স দেখিয়েই আইসিসির প্রতিযোগিতার সেরা বাছার তালিকায় ঢুকে পড়েছেন েই তরুণ ক্রিকেটার। যদিও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংখ্যাই এখানে বেশী রয়েছে। মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, অ্যাশলে গার্ডনার, সোফি একলেস্টোল সহ ন্যাট সাইফান ব্রান্ট রয়েছেন সেই তালিকাতে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদেরও দাপট রয়েছে এই তালিকায়।