ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচ শুরুর আগেই পিচ বদল ? ক্রিকেট মহল জুড়ে জল্পনা তুঙ্গে
আপডেট করা - Nov 15, 2023 12:45 pm
ম্যাচের আগেই বদলে যাচ্ছে পিচ!। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে হঠাত্ই ভারতীয় দলের বিরুদ্ধে এই সাংঘাতিক অভিষোগ উঠতে শুরু করেছে। শোনাযাচ্ছে নতুন পিচে নয় , আগে যে দুটো পিচে খেলা হয়েছে সেখানেই নাকি ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচ হঠাত্ বদলে দেওয়া হয়েছে। আর এমন কথা শোনার পর থেকেই নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে কী জেতার জন্যই ভারতীয় দল নিজেদের মতো পিচে খেলতে নামতে চাইছে। যদিও এমন অভিযোগ পাওয়া মাত্রই উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। তাদের মতে আইসিসির হাতেই এখন সমস্ত পিচের দায়িত্ব রয়েছে।
চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ওয়াংখেড়েতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। সেই আগুনেই যেন আরও ঘির ঢালল এই পিচ বিতর্ক। হঠাত্ করেই শোনাযাচ্ছে যে ম্যাচের আগেই নাকি বদলে গিয়েছে পিচ। শোনাযাচ্ছে যে পিচে খেলা হওয়ার কথা ছিল, সেখানে নাকি খেলা হবে না। তার পাশের পিচেই নাকি খেলা হবে। আর তাতেই ক্রিকেট মহলে কার্যত হৈচৈ হয়েছে।
ওয়াংখেড়ের সাত নম্বর পিচেই খেলা হওয়ার কথা
ওয়াংখেড়েতে ছয় নম্বর পিচে ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচ হওয়ার কথা। সেই পিচে এখথনও পর্যন্ত একটিও ম্যাচ হয়নি। কিন্তু এখন শোনাযাচ্ছে সেই পিচটের বদলে নাকি সাত নম্বর পিচে খেলা হবে। সেখানে এর আগে বিশ্বকাপের মঞ্চে দুটো ম্যাচ হয়েছে। সেই পিচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিল ভারতীয় দল। সেই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। এছাড়া এই পিচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিল ইংল্যান্ড। তবে কী সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সেরা পারফরম্যান্সের জন্যই এই পিচে খেলা সরানো হচ্ছে। যদিও বিসিসিআইয়ের কর্তারা এই কথা মানতে একেবারে নারাজ।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, “আইসিসির স্বাধীন পিচ পরামর্শদাতা আয়োজক ও ভেন্যুর সঙ্গে কাজ করছেন। যে ধরনের পিচ বাবানোর কথা রয়েছে সেই ধরনের পিচই প্রস্তুত হচ্ছে। সমস্ত দিক দেখে শুনেই চলছে কাজ”।
শেষবার ভারত ও নিউ জিল্যান্ড আইসিসি প্রতিযোগিতার মঞ্চে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেখানে অবশ্য ভারতীয় দল জিততে পারেনি। এই ম্যাচে নামার আগে সেই কথা নিয়েই চলছে জোর জল্পনা। যদিও ভারতীয় দলের ক্রিকেটাররা সেসব নিয়ে ভাবতে একেবারেই নারাজ। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।