হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা
আপডেট করা - Sep 24, 2023 1:55 pm
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে একটি অনেক বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আসন্ন টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না। ২৮শে সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দেশগুলিকে তাদের চূড়ান্ত দলের তালিকা জমা দিতে হবে। সুতরাং, হাসারাঙ্গার বদলি ঘোষণা করার জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে আর মাত্র ৪ দিন সময় রয়েছে।
এই চোটের কারণে এশিয়া কাপ ২০২৩-এও খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) তাকে শেষবার মাঠে দেখা গিয়েছিল। তিনি এই টুর্নামেন্টে বি-লাভ ক্যান্ডিকে নেতৃত্ব দিয়েছিলেন।
ওয়ানিন্দু হাসারাঙ্গা লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩-এ অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি এই টুর্নামেন্টে সবথেকে বেশি রান করেছিলেন এবং এর পাশাপাশি সবথেকে বেশি উইকেটও নিয়েছিলেন।
শ্রীলঙ্কার এই অভিজ্ঞ অলরাউন্ডার এই টুর্নামেন্টে সর্বাধিক রান, সর্বাধিক উইকেট সংগ্রাহক, সর্বাধিক ছয় সহ একাধিক পুরস্কার জিতেছিলেন। তিনি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা
৫ই অক্টোবর, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। ৭ই অক্টোবর বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। তাদের সেই ম্যাচের প্রতিপক্ষ হল দক্ষিণ আফ্রিকা।
ওয়ানিন্দু হাসারাঙ্গা বাদেও একাধিক চোটের সমস্যা নিয়ে ভুগছে শ্রীলঙ্কা। এশিয়া কাপ ২০২৩ চলাকালীন অভিজ্ঞ স্পিনার মহেশ থিকসানা চোট পেয়েছিলেন। তবে ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তিনি ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, দুষ্মন্ত চামিরাও একটি চোটে ভুগছেন। তাকেও শেষবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে দেখা গিয়েছিল।
সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে একটি লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। তারা ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল এবং প্ৰথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ম্যাচটি ১০ উইকেটে জিতে নিয়েছিল। মূলত মহম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের হাত ধরেই এই ম্যাচটিতে জয় পেয়েছিল ভারত।
ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিজেদের ভুলগুলি অবশ্যই শুধরে নিতে চাইবে শ্রীলঙ্কা। তাদের দলে অনেক প্ৰতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। তারা বিশ্বকাপে তাদের সেরাটা দিতে পারলে শ্রীলঙ্কার ট্রফি জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। শেষমেশ বিশ্বকাপে তাদের ফলাফল কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।