নাগপুরের পিচ দেখে খুশি নন রাহুল দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

মঙ্গলবারই প্রথমবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ যেই পিচে হবে  তার ছবি সবার সামনে এসেছে। হাতে রয়েছে র মাত্র ৪৮ ঘন্টা।  এরপরই নাগপুরের বাইশগজে শুরুু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া মহারণ।  তার আগেই পিচ নিয়ে অসন্তুষ্ট ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। নাগপুরের পিচ দেখে একেবারেই খুশি হননি ভারতীয় দলের কোচ। শোনাযাচ্ছে ইতিমদ্যেই নাকি পিচ বদলের নির্দেশ দিয়েছেন তিনি। ম্যাচ শুরু হওয়ার তিনদিন আগে হঠাত্ই পিচ নতুন করে করার নির্দেশ রাহুল দ্রাবিড়ের। আর সেই কাজেই এখন লেগে রয়েছেন ভিসিএ ক্রিকেট স্টেডিয়ামের কর্তারা।

গত ২ ফেব্রুয়ারী থেকে  নাগপুরেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল।  বৃহস্পতিবারই প্রথমবারের জন্য ম্যাচের পিচ দেখা গিয়েছে। আর সেই পিচ দেখেই একেবারে খুশি হননি রাহুল দ্রাবিড়। নাগপুরে খানিকটা সবুজ পিচই দেখা গিয়েছিল এদিন। যদিও শুকনো ঘাসও ছিল সেখানে। কিন্তু পিচের সেই সবুজ আভাই বোধহয় একেবারে পছন্দ হয়নি ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। শোনাযাচ্ছে টার্নিং পিচই নাকি রাহুল দ্রাবিড় চাইছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

নাগপুরেই প্রস্তুতি চালাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা

গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। সেখানে নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা। এবারও ভারতের সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনারে পৌঁছনোর সুযোগ।  ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলেই  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে ফেলবে ভারতীয় দল। আর সেই লক্ষ্যেই এখন মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

২০০৪-২০০৫ মরসুমের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারতীয় দল।  সেই ধারাই এবারও রে রাখতে মরিয়া হয়ে রয়েছে তারা। সেজন্য অজিদের বোধহয় শুরু থেকেই টার্নিং পিচের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলার পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ভারতীয় শিবিরেও চলছে স্পিন মোকাবিলারই প্রস্তুতি। নাগপুরের পিচ যে প্রথম দিন থেকেই কার্যত স্পিনারদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে ভারতীয় দল। সেখানেও দ্বিতীয় টি টোয়েন্টিতে লখনউয়ের বিরুদ্ধে টার্নিং উইকেট দেখা গিয়েছে। এবার কী নাগপুরেও তেমনই কোনও চিত্র দেখা যেতে চলেছে। শোনাযাচ্ছে রাহুল দ্রাবিড় নাকি পিচ পরিবর্তনের বার্তাই দিয়েছেন।   ২০০৪ সালে নাগপুরে এমনই র্যাঙ্ক টার্নার পিচ প্রস্তুত হয়েছিল। কিন্তু সেখানে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছিল।