ব্যথার ইঞ্জেকশন নিয়েই বিশ্বকাপে নেমেছিলেন মহম্মদ সামি

Mohammed Shami. ( Image Source: BCCI )

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখালেও, দক্ষিণ আফ্রিকা সফরে নেই এই তারকা ক্রিকেটার মহম্মদ সামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফর শুরুর আগে থেকেই মহম্মদ সামির খেলা নিয়ে আরম্ভ হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। সেই থেকেই তাঁক চোট নিয়ে  কথাবার্তা শুরু হয়েছিল। সেই থেকেই শোনাযাচ্ছিল যে মহম্মদ সামি নাকি চোট নিয়েই এবারের বিশ্বকাপের মঞ্চে নমেছিলেন। অবশেষে সেই কথাই এসেছে সকলের সামনে। গোড়ালীতে চোট থাকা সত্ত্বেও নাকি ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছিলেন মহম্মদ সামি।

Advertisement
Advertisement

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সামি। কার্যত তিনি একাই শেষ করে দিয়েছিলেন প্রতিটি প্রতিপক্ষ দলকে। ভারতীয় দলের হয়ে অবশ্য এবারের বিশ্বকাপের প্রথম দজিকে দেখা যায়নি মহম্মদ সামিকে। গ্রুপ পর্বের শেষের দিকেই ভারতীয় দলে এসেছিলেন তিনি। আর সেখানেই কার্যত সকলকে চমকে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁর দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষ শিবিরের কোনও ক্রিকেটার।

এবারের ওডিআই বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে মাত্র সাত ইনিংস খেলেই সর্বোচ্চ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালের মঞ্চ. মহম্মদ সামির সামনে কোনও প্রতিপক্ষ ব্যাটারই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি। এমন পারফরম্যান্স দেখালেও, মহম্মদ সামি যে কতটা যন্ত্রনা সহ্য করেই এই পারফরম্যান্স বিশ্বকাপের মঞ্চে দেখিয়েছিলেন সেই কথাই এবার সকলের সামনে এসেছে। গোড়ালীতে চোট নিয়েই নাকি বিশ্বকাপে এমন দাপট দেখিয়েছিলেন তিনি। যন্ত্রনা থেকে মুক্তি পেতে প্রতি ম্যাচেই নাকি ইঞ্জেকশন নিয়েই মাঠে নামতেন মহম্মদ সামি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি না থাকার সময়ই বিশ্বকাপে মহম্মদ সামির চোট নিয়ে খেলার কথা সকলের সামনে এসেছিল। এবার সেই কথাই সকলের সামনে এসেছে। নিউজ এইট্টিনকে বাংলার এক ক্রিকেটারের তরফে জানানো হয়েছে, মহম্মদ সামির বাঁ গোড়ালীতে একটা সমস্যা রয়েছে। অনেকেই জানেন না যে বিশ্বকাপ চলার মাঝে তিনি সবসময় ইঞ্জেকশন নিয়েছেন এবং গোটা প্রতিযোগিতাতেই  যন্ত্রনা নিয়ে খেলেছিলেন তিনি। একটা জিনিস সকলকে বুঝতেই হবে যে মহম্মদ সামির বয়স হচ্ছে। কোনও ছোট চোট কিংবা বড়সড় চোট থেকেও সেরে ওঠার জন্য তাঁর খানিকটা বেশী সময় লাগবে।

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে একাই ২৪টি উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। এই চোট সারিয়ে কবে তিনি মাঠে ফিরতে পারেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।