আসন্ন আইপিএলে নতুন হোম গ্রাউন্ডে খেলতে পারে রাজস্থান রয়্যালস

বোর্ড এখনও ম্যাচ আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত দেয়নি

Sunrisers Hyderabad vs Rajasthan Royals. (Photo Source: IPL/BCCI)

টুর্নামেন্টের আসন্ন সংস্করণে যোধপুরের বরকতউল্লাহ্‌ খান স্টেডিয়াম প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করার সবুজ সংকেত পেতে পারে। এর ফলে সম্ভাবনা দেখা দিয়েছে নতুন একটি মাঠে রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ খেলার। কোভিড-১৯ মহামারীর পরে এই প্রথমবারের জন্য টুর্নামেন্টটি আবার হোম-অ্যাওয়ে ভিত্তিতে আয়োজিত হবে এবং রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) সেই সুবিধা নিতে রাজ্যের বিভিন্ন অংশে টুর্নামেন্টটি ছড়িয়ে দিতে চায়।

Advertisement
Advertisement

ইন্ডিয়ান এক্সপ্রেস অনুসারে, আরসিএর শীর্ষ আধিকারিকরা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-কে মৌখিকভাবে যোধপুর শহরে কয়েকটি ম্যাচ আয়োজনের বিষয়ে তাদের ইচ্ছার কথা জানিয়েছেন এবং শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রজার বিনির পরিচালনায় থাকা সংস্থাটি মাঠ এবং অন্যান্য সুবিধা মূল্যায়নের জন্য একটি দল পাঠাবে এবং স্টেডিয়ামটি যোগ্য প্রমাণিত হলে অনুমোদন পাবে।

“এটি একটি মৌখিক অনুরোধ। আমাদের বলা হয়েছে যে আরসিএ স্টেডিয়ামটিকে নতুন করে সাজিয়েছে এবং আমরা যোধপুরকে কয়েকটি আইপিএল ম্যাচের জন্য একটি নতুন ভেন্যু হিসেবে বিবেচনা করতে পারি কিনা তা আমাদের জিজ্ঞাসা করেছে। রেকি টিম রিপোর্ট জমা দেওয়ার পরেই বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে,” বিসিসিআই-এর একটি সূত্র উদ্ধৃত হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে স্টেডিয়ামের সীমানা আকার নিয়ে বিসিসিআইয়ের প্রধান উদ্বেগ রয়েছে। একটি মত অনুসারে প্রয়োজনীয় দূরত্ব পর্যন্ত নেই সীমানাটি এবং শেষ পর্যন্ত এই কারণেই যোধপুর ম্যাচ আয়োজনের অধিকার নাও পেতে পারে।

স্টেডিয়ামটি সম্প্রতি কয়েকটি প্রথম-শ্রেণীর ম্যাচ আয়োজন করেছে এবং সেই কারণেই আরসিএ ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী। ২০২২ সালে এই মাঠটি লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি)-র কয়েকটি ম্যাচের আয়োজন করেছিল এবং ম্যাচের দিনগুলিতে আসা দর্শকের সংখ্যা বিবেচনা করে বলা যায় যে শহরের মানুষের মধ্যে ম্যাচকে ঘিরে উৎসাহ ছিল। স্টেডিয়ামটিতে প্রায় ত্রিশ হাজার দর্শক ধারণ করার ক্ষমতা রয়েছে। আইপিএলের গভর্নিং কাউন্সিলের সবুজ সংকেত পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় ফ্যাক্টর হতে পারে।

বর্তমানে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়াম। উল্লেখ্য, মার্চের শেষ সপ্তাহে আইপিএলের ১৬তম আসর শুরু হবে বলে জানা গেছে।