দীর্ঘ সময় চোটমুক্ত থাকার জন্য বিশেষ কৌশল জসপ্রীত বুমরার

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: BCCI)

প্রায় ১১ মাস পর ভারতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করেছেন জসপ্রীত বুমরাহ। কোমড়ের চোট সারিয়ে জসপ্রীত বুমরাহ ফিরে এলেও সামনে রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চ। সেই প্রতিযোগিতায় নামার আগে অতি সাবধানী জসপ্রীত বুমরাহ। অতীতে বারবারই চোটের কবলে পড়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। চোট সারিয়ে ওঠার পাশাপাশি সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্যও এক নতুন কৌশল প্রয়োগ করছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই প্রথম ম্যাচে প্রত্যাবর্তান করেছেন জসপ্রীত বুমরাহ।

গতবছরের সেপ্টেম্বর মাসে কোমড়ের চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা স্পীডস্টার। সেই থেকেই আর জসপ্রীত বুমকাহকে ভারতীয় দলে দেখা যায়নি। কোমড়ের  চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ সহ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালের েসিয়া কাপেও নামতে পারেননি জসপ্রীত বুমরাহ। যদিও এবারের বিশ্বকাপে সবকিছু ঠিকঠাক চললে ভারতীয় দলের মাঠে নামতে চলেছেন জসপ্রীত বুমরাহ তার আগে যেন ফের  চোটের সমস্যার ভুগতে না হয় সেজন্যই নিজের রানআপ বদলে করেছেন জসপ্রীত বুমরাহ।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুই উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ

বোলিং অ্যাকশনে কোনওরকমের পরিবর্তন তিনি করেননি ঠিকই। কিন্তু নিজের বোলিং রানআপে খানিকটা পরিবর্তন এনেছেন জসপ্রীত বুমরাহ। আগে যে রান আপ ছিল, তার থেকে আরও দুই-তিন স্টেপ বাড়িয়েছেন জসপ্রীত বুমরাহ। শোনাযাচ্ছে চোটের কবল থেকে রক্ষা পেতেই নাকি এমন কৌশল কাজে লাগাচ্ছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাতে তাঁর বোলিংয়ে অবশ্য বিরাট কোনও পরিবর্তন হয়নি, কিন্তু চোটের ঝুঁকি নাকি অনেকটাই এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের তরফে এনডিটিভিকে জানানো হয়েছে, “যখন তাঁকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বোলি্ং করতে দেখা গিয়েছে সেই সময় ভালভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে তিনি তাঁর বোলিং রানআপে দুই থেকে তিন ধাপ বাড়িয়েছেন। এটা  যদিও তাঁর বোলিং অ্যাকশনের ক্ষেত্রে বিরাট কোনও পরিবর্তন নয়। কিন্তু দীর্ঘসময়ের জন্য চোট মুক্ত থাকার পদ্ধতি হিসাবে এটা একটা রিমডেলিং”।

অতীতে কতম স্টেপ নিয়ে বোলিং করতেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবার সেই জায়গাটাই বদলেছেন এই তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনটা খুব একটা খারাপভাবে করেননি জসপ্রীত বুমরাহ। প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও জসপ্রীত বুমরাহ তাঁর এই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।