২০২৪ টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হাতছাড়া হতে চলেছে আমেরিকার

T20 World Cup Trophy
T20 World Cup Trophy. (Photo by Alex Davidson/Getty Images)

হাতে অবশ্য এখনও অনেকটা সময় রয়েছে। কিন্তু সেই টি টোয়েন্টি বিশ্বকাপ সুরু হওয়ার আগেই আকম্ভ হয়েছে নয়া জল্পনা। সরকারীভাবে ঘোষণা না হলেও, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব থেকে সরানো হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চলেছে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ। বহুদিন আগেই আইসিসির তরফে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের নাম ঘোষণা করা হয়েছিল।

কিন্তু শুক্রবারই যেন বদলে গিয়েছে গোটা চিত্রটা। শোনাযাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব হারাতে চলেছে। আর তাতেই ক্রিকেট মহল জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। আইসিসি ঘোষণা করলেও, আমেরিকায় নাকি এ্খনও পর্যন্ত কোনও রকম নির্বাচিত ক্রিকেট কমিটি তৈরি হয়নি। আর তার জেরেই শেষপর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব হারাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজকেই দেখা যেতে পারে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসাবে।

ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুগ্ম টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল

নিউজ এইট্টিনের একটি প্রতিবেদন অনুযায়ী, “আইসিসির সূত্র তরফে নাকি জানানো হয়েছে যে ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসাবে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজকেই দেখা যাবে। মার্কিন য়ুক্তরাষ্ট্র নাকি  থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি কোনওরকম নির্বাচিত ক্রিকেট কমিটি নেই। সেইসঙ্গে তাদের প্রথম শ্রেনীর ক্রিকেটেরও কোনওরক পরিকাঠামো নেই। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমেরিকাকে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য যুগ্মভাবে নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত আমেরিকার মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন না”।

২০২২ সালে আইসিসির তরফে জানানো হয়েছিল যে, আইসিসি টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য ১২টি দলই সেখানে যোগ্যতা অর্জন করতে চলেছে। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আটটি দল সরাসরি আসন্ন বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলবে। দুই আয়োজক দলের সঙ্গেই সরাসরি এই আটটি দল খেলবে ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ।

২০২২ সালে আইসিসির তরফে এমনটাই ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত বদলে গেল গোটা চিত্রটা। আমেরিকায় ক্রিকেটের কোনও নির্বাচিত বোর্ড নেই। আর সেজন্যই টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব থেকে কার্যত সরানো হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজেই হতে চলেছে ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ।